গত ২৪ ঘণ্টায় করােনায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন। ১ এপ্রিলের পর এবছরে এতটা কম হল দৈনিক আক্রান্তের সংখ্যা। দেশে মােট আক্রান্তের সংখ্যা সব মিলিয়ে ২ মেটি ১৫ লক্ষ ছাড়িয়ে গেল। গত এক সপ্তাহ ধরে ৫ শতাংশের নীচে রয়েছে দৈনিক সংক্রমণের হার। কমেছে সক্রিয় রােগীর সংখ্যাও।
কমতে কমতে দেশে এখন সক্রিয় রােগী ৯ লক্ষ ৭৩ হাজার ১৫৮ জন। সক্রিয় রােগী মলেও দৈনিক মৃতের সংখ্যা লাগাম ছাড়া। গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে, হাজার ১২১ জনের। এর ফলে দেশে মােট মৃতের সংখ্যা ৩ লক্ষ ৭৪ হাজার ৩০৫ জন।
দৈনিক মৃত্যু কিছুটা হ্রাস হয়েছিল সংক্রমণে রাশ পড়তেই। দৈনিক মৃত্যু নেমেছিল ২৫০০-এর নীচে। কিন্তু পাটনা হাইকোর্টের নির্দেশে বিহারে মৃতের সংখ্যা অডিট হওয়ায় দৈনিক মৃত্যু বৃহস্পতিবার ৬ হাজার ছাড়িয়েছে।
মহারাষ্ট্রেও গত কয়েকদিন ধরে কোভিড মৃত্যুর অডিট চলছে। মধ্যপ্রদেশেও একই অবস্থা। এর ফলে মৃতের সংখ্যা রাতারাতি বেড়ে গেছে বলে বিশেষজ্ঞরা মনে করছে।
গত ২৪ ঘণ্টায় ৩৯২১ জন মারা গিয়েছেন। এর মধ্যে মহারাষ্ট্রে রয়েছে ২৭৭১ জন। তামিলনাড়ু ২৬৭ জন, কর্নাটক ২০৬, কেরল ১২৫ জন। বাকি রাজ্যগুলিতে দৈনিক মৃত্যু ১০০-র কম রয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন বলছে।