• facebook
  • twitter
Friday, 27 December, 2024

পদপিষ্ট মহিলার মৃত্যুর ঘটনায় জেল হেপাজতে আল্লু অর্জুন, অভিযোগ তুলে নেবেন জানালেন মৃতার স্বামী

গত ৪ ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’-এর মুক্তি উপলক্ষে প্রবল ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে প্রাণ হারান হায়দ্রাবাদেরই বাসিন্দা রেবতী(৩৫)।

অভিনেতা আল্লু অর্জুন। ফাইল চিত্র।

‘পুষ্পা ঝুঁকেগা নাহি’! এমনটাই শোনা গিয়েছিল ‘পুষ্পা’-খ্যাত অভিনেতা আল্লু অর্জুনের সংলাপে। কিন্তু এবার ঝুঁকতে হল তাঁকে। হায়দ্রাবাদ পুলিশের হাতে গ্রেপ্তার হলেন আল্লু অর্জুন।

সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘পুষ্পা ২ – দ্য রুল’। ‘পুষ্পা’-র অভাবনীয় সাফল্যের পর বক্স অফিস রেকর্ড গড়তে চলেছিল ‘পুষ্পা ২’। মুক্তির আগে থেকেই এই সিনেমা নিয়ে ভক্তদের উত্তেজনা ছিল তুঙ্গে। সেই সিনেমা মুক্তির সময়েই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা।

গত ৪ ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’-এর মুক্তি উপলক্ষে প্রবল ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে প্রাণ হারান হায়দ্রাবাদেরই বাসিন্দা রেবতী(৩৫)। গুরুতর আহত হন তাঁর ৯ বছর বয়সী ছেলে সাই তেজও। সেইদিন ছবির প্রিমিয়ার উপলক্ষে কোনও খবর না দিয়ে আচমকাই ওই প্রেক্ষাগৃহের সামনে এসে উপস্থিত হন আল্লু অর্জুন। তাঁকে একঝলক দেখার জন্য হইচই শুরু হয়ে। বাধ্য হয়ে লাঠিচালনা করতে হয় পুলিশকে। তাও সুরাহা হয়নি। প্রবল ধাক্কাধাক্কি-হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়েন রেবতী এবং তাঁর সন্তান। হাসপাতালে নিয়ে গেলে রেবতীকে মৃত বলে ঘোষণা করা হয়।

এই ব্যাপারে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে সন্ধ্যা থিয়েটারের মালিক এম. সন্দীপ, তাঁর সিনিয়র ম্যানেজার এম. নাগারাজু এবং প্রেক্ষাগৃহের নিরাপত্তার দায়িত্বে থাকা গন্ধাকাম বিজয় চন্দর। মামলা রুজু করা হয় অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধেও। ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১৮(১) এবং ৩(৫) ধারায় মামলা দায়ের হয় এঁদের নামে। যদিও, আল্লু তাঁর বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার জন্য পিটিশন করেন। তবুও গ্রেপ্তার হন তিনি। শুক্রবার সকালে চিক্কড়পল্লি থানার পুলিশ আল্লুকে গ্রেপ্তার করে। হায়দ্রাবাদ থেকেই গ্রেপ্তার করা হয় তাঁকে। রেবতীর মৃত্যুর ঘটনায় যদিও শোক প্রকাশ করেছেন আল্লু। মৃতের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন বলেও জানিয়েছেন তিনি।

এইদিনই নিম্ন আদালতে পেশ করা হয় আল্লুকে। তাঁকে আদালতের পক্ষ থেকে ১৪ দিনের জেল হেপাজত দেওয়া হয়। তিনিও তেলেঙ্গানা হাই কোর্টের কাছে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগকে চ্যালেঞ্জ করে আবেদন করেছেন।

আল্লুর বক্তব্য, পুলিশ তাঁর ব্যক্তিগত পরিসরে প্রবেশ করেছে। বেডরুম থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাঁকে। পোশাক অবধি পাল্টাতে দেওয়া হয়নি। অভিনেতার বক্তব্য, ‘আপনারা আমার অনুরোধকে সম্মান করেননি। আমি আপনাদের বলেছিলাম, আমি পোশাক পরিবর্তন করতে চাই। তার জন্য আমার সঙ্গে এক জনকে পাঠাতেও বলেছিলাম। আপনারা আমাকে নিয়ে এসেছেন, এটা ভুল নয়। কিন্তু আমার বেডরুমে ঢুকে পড়াটা বাড়াবাড়ি। এটা ঠিক নয়।’ যদিও পুলিশের বক্তব্য, আল্লু তাঁদের যা যা অনুরোধ করেছেন, সবই সসম্মানে রক্ষা করেছেন তাঁরা।

অন্যদিকে, মৃতার স্বামী ভাস্কর মাগুদামপল্লি জানিয়েছেন, আল্লুর বিরুদ্ধে অভিযোগ তুলে নেবেন তিনি। তিনি জানতেন না আল্লুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বক্তব্য, তাঁর স্ত্রীর মৃত্যুতে আল্লুর কোনও ভূমিকা নেই। তাঁদের ছেলে ‘পুষ্পা ২’ দেখতে চাওয়ায় তাঁরা গিয়েছিলেন। এখন তাঁর ছেলে পাঞ্জা লড়ছে মৃত্যুর সঙ্গে। এই পরিস্থিতিতেই অভিযোগ তুলে নিতে চান তিনি।