‘খেলা হবে’ তৃণমূলের এই স্লোগানকেই এ বার হাইজ্যাক করে নিয়ে উত্তরপ্রদেশে নিয়ে গেল সমাজবাদী পার্টি। একটু পরিবর্তন করে ‘খেলা হই’ স্লোগানকে হাতিয়ার করেই ২০২২-এর নির্বাচনে বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে নামছেন অখিলেশ যাদব।
‘খেলা হবে’ স্লোগান তুলে এবারের নির্বাচনে বিপুল ভােটে জিতে ফের ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পথে হেঁটেই এবার বিজেপি-র বিরুদ্ধে কোমর বেঁধে নামছেন অখিলেশ।
তৃণমূলের ‘পয়া’ স্লোগান ‘খেলা হবে’র ধাঁচেই আব ইউপি মে ‘খেলা হই’ এই স্লোগান নিয়ে ময়দানে নামতে চলেছে এসপি। কানপুরে এই স্লোগান দিয়ে হাের্ডিংও টাঙানাে হয়েছে। ২০২২-এ উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন।
পঞ্চায়েত নির্বাচনে ভাল ফলাফলের পর এ বার রাজ্যের শাসনক্ষমতা দখলের লক্ষ্যে ঝাপাতে চলেছেন অখিলেশ। জানিয়েছেন, যােগী আদিত্যনাথের সরকারকে চ্যালেঞ্জে ফেলতে প্রস্তুত তাঁর দল। দলীয় কর্মীদের মনােবল চাঙ্গা করতে বাংলা থেকে উড়িয়ে নিয়ে গিয়েছেন তৃণমূলের স্লোগান।