ভরাডুবির পর আত্মবিশ্বাসে ভরপুর অখিলেশ, আমরাই দেখালাম বিজেপিরও আসন সংখ্যা কমানো সম্ভব

প্রথমবার বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি। প্রতিদ্বন্দ্বীকে কড়া টক্কর দিয়ে জয়লাভও করেছিলেন তিনি। তবে ভরাডুবি রুখতে পারেননি দলের।

ফের একবার উত্তরপ্রদেশের মসনদে বসতে চলেছে শাসক দল বিজেপি-ই। ফল ঘোষণার একদিন পরেই মুখ খুললেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

এদিন তিনি ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, সমাজবাদী পার্টি দেখিয়ে দিয়েছে যে বিজেপি’রও আসন সংখ্যা কমানো সম্ভব ।


এদিন সকালে ট্যুইটারে ভোটারদের ধন্যবাদ জানান অখিলেশ যাদব। তিনি জানান, গত বিধানসভা নির্বাচনের তুলনায় এবার আসন সংখ্যা প্রায় আড়াই শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ভোটের হারও দেড় শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ভোটারদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমরা দেখিয়েছি যে বিজেপি’রও আসন সংখ্যা কমানো সম্ভব এই সংখ্যা কমতেই থাকবে।

অর্ধেকের বেশি মিথ্যাচারীই সাফ হয়ে গিয়েছে। আগামী দিনে বাকিদেরও একই অবস্থা হবে। মানুষের এই লড়াই জরি থাকবে।

গতকালই উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে উত্তরপ্রদেশে চারশো তিনটি আসনের মধ্যে দুশো তেয়াত্তরটি আসনে জয়লাভ করেছে বিজেপি।

২০১৭ সালে এই আসন সংখ্যা ছিল তিনশো বাইশ। অর্থাৎ গতবারের তুলনায় এবারে বিজেপি’র আসন উনপঞ্চাশটি কমেছে।

অন্যদিকে অখিলেশ যাদবের দল একশো এগরোটি আসনে জয়ী হয়েছে। জোটসঙ্গীদের মিলিয়ে মোট একশো পঁচিশটি আসনে জয়ী হয়েছে সপা।

২০১৭ সালের তুলনায় তেয়াত্তরটি আসন বৃদ্ধি পেয়েছে সমাজবাদী পার্টির। এখনও পর্যন্ত এটাই সমাজবাদী পার্টির সবচেয়ে ভাল ফল।

২০১৭ সালের মতে এবার সমাজবাদী পার্টি কংগ্রেসের সঙ্গে জোট বাঁধেনি। সামান্য কথা এগোলেও শেষ পর্যন্ত মায়াবতীর বহুজন সমাজ পার্টির সঙ্গেও জোট হয়নি।