অজিত পাওয়ারের গোষ্ঠীই আসল এনসিপি

মুম্বই, ১৫ ফেব্রুয়ারি: অজিত পাওয়ার গোষ্ঠীই আসল এনসিপি। এই দাবি করলেন মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নারওয়েকর। তিনি জানিয়েছেন, শারদ পাওয়ারের কাছে সংখ্যাগরিষ্ঠ নেতার সমর্থন নেই। সুতরাং এনসিপি দলের আসল নেতা অজিত পাওয়ার।

উল্লেখ্য, এর আগে নির্বাচন কমিশনও একই সিদ্ধান্তের কথা জানিয়েছিল। জাতীয় নির্বাচন কমিশন অজিত পাওয়ারের গোষ্ঠীকেই আসল এনসিপি বলে ঘোষণা করেছিল। কিন্তু সেই সিদ্ধান্তকে মেনে নিতে সম্মত ছিল না মারাঠা স্ট্রংম্যান শারদ পাওয়ার গোষ্ঠী। সেজন্য নির্বাচন কমিশনের সেই ঘোষণাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছেন শারদ পাওয়ার। সেই আবেদনে সুপ্রিম কোর্ট এখনও রায় দেয়নি। তারই মাঝে স্পিকারের মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জলঘোলা শুরু হয়েছে। এখন সবাই তাকিয়ে রয়েছেন দেশের শীর্ষ আদালতের সিদ্ধান্তের দিকে।