দিসপুর, ১ এপ্রিল– রবিবার ব্যাপক ঝড়বৃষ্টি হয় উত্তরবঙ্গ ও অসমের বিস্তীর্ণ এলাকায়৷ প্রচণ্ড ঝড়ের মধ্যেই ভেঙে পড়ে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলোই আন্তর্জাতিক বিমানবন্দরের একটি অংশের ছাদ৷ প্রবল বৃষ্টিতে বিমানবন্দরের ছাদ ভেঙে পড়ায় ব্যাহত হল সেখানকার বিমান চলাচল৷ বিমানবন্দরেই আটকে রয়েছেন বহু পর্যটক৷ তবে ছাদ ভেঙে পড়ে কারোওর হতাহতের খবর মেলেনি৷ অন্যদিকে, ঝড় নৌকাডুবি হয়ে অসমে তিনজনের মৃতু্য হয়েছে৷
ঝড়ের সময় বিমানবন্দরের ওই চত্বরেই বসে ছিলেন অনেক যাত্রী৷ প্রায় তাঁদের মাথার উপরেই ছাদ ভেঙে পড়ে৷ প্রবল বৃষ্টির কারণে ভাঙা ছাদ থেকে ঝঝর করে জল পড়তে থাকে৷ সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়৷ চোখের সামনে ছাদ ভেঙে পড়ার ভিডিও দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা৷
তবে মাথার উপরে ছাদ ভেঙে পড়লেও কারোওর হতাহতের খবর মেলেনি৷ কিন্ত্ত একের পর এক বিমান বাতিল হয়৷ নির্ধারিত সময়ের থেকে দেরি করেও বেশ কয়েকটি বিমান ওড়ে৷ কিছু বিমানের যাত্রাপথ পালটে দেওয়া হয়৷ গুয়াহাটিগামী বিমানগুলো ঘুরিয়ে দেওয়া হয় কলকাতা ও আগরতলা বিমানবন্দরের দিকে৷ তবে সোমবার সকাল থেকে গুয়াহাটির আবহাওয়ার উন্নতি হয়েছে৷ ফলে সেখানে বিমান চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলেই আশাবাদী উড়ান সংস্থাগুলো৷
প্রসঙ্গত, অসমের পাশাপাশি প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়িও৷ শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত পাঁচজনের মৃতু্য হয়েছে৷ জখম কমবেশি তিন শতাধিক৷ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৪ জন৷ তাঁদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক৷ রবিবার রাতেই উত্তরবঙ্গ পৌঁছে গিয়ে দুর্গতদের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস৷