পায়ুদ্বারে ১ কেজি সোনা নিয়ে ধৃত কলকাতার বিমানসেবিকা

আরনাকুলাম, ৩১ মে– ভিনরাজ্যে সোনা পাচার করতে গিয়ে ধৃত কলকাতার বিমানসেবিকা৷ কোচি বিমানবন্দরে সুরভি খাতুন নামে ওই বিমানসেবিকাকে গ্রেফতার করেছে ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআই আধিকারিকরা৷ সূত্র অনুসারে, পায়ুদ্বারের মধ্যে সোনা লুকিয়ে পাচারের চেষ্টা করছিলেন কলকাতার ওস বিমানসেবিকা৷ তারা জানতে পেরেছেন, মাসকট থেকে কন্নুরে সোনা পাচারের চেষ্টা করা হচ্ছিল৷
গত ২৮ মে কোচি বিমানবন্দরে সাধারণ মানুষের ভিড়ে ছদ্মবেশে ছিলেন ডিআরআই আধিকারিকরা৷ তাঁদের কাছে খবর ছিল, সোনা পাচারের উদ্দেশ্য নিয়ে এক বিমানসেবিকা সেই বিমানবন্দরে নামবেন৷ সুরভি নামের ওই মহিলা আর পাঁচজন বিমানসেবিকার মতোই হেঁটে যাচ্ছিলেন৷ তাঁকে দেখে বোঝাই যায়নি যে এত বড় কাণ্ড করে বসে আছেন৷
ডিআরআই আধিকারিকদের চোখে অবশ্য ধুলো দিতে পারেননি বিমানসেবিকা৷ তাঁকে দেখেই সন্দেহ হয় তাঁদের৷ তারপর আলাদা করে বিমানসেবিকাকে অন্য ঘরে ডেকে নিয়ে গিয়ে তল্লাশি করেন আধিকারিকরা৷ তখনই সবাই চমকে যান৷ মহিলার পায়ুদ্বার থেকে উদ্ধার হয় প্রায় ১ কেজি সোনা৷
এই সোনা উদ্ধারের পর সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেফতার করা হয় এবং পাঠানো হয় ম্যাজিস্ট্রেটের কাছে৷ বিমানসেবিকাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ ডিআরআই আধিকারিকরা জানতে পেরেছেন, এই প্রথমবার নয় এর আগেও একাধিকবার এই বিমানসেবিকা সোনা পাচার করেছেন৷ তদন্তে জানা গিয়েছে, সুরভি কেরলের একটি সোনা পাচার গ্যাংয়ের সঙ্গে জডি়ত৷