• facebook
  • twitter
Saturday, 30 November, 2024

অসমে ভাঙল বায়ুসেনার বিমান দুই পাইলটেরই মৃত্যু

দিল্লি- অসমের জোরহাটের কাছে আজ এক দুর্ঘটনায় ভারতীয় বায়ুসেনার দুই পাইলটের মৃত্যু হয়েছে। জোরহাট এয়ারবেস থেকে ওড়ার কিছু পরেই কিছুদূর গিয়েই একটি হালকা মালবাহী বিমান ভেঙে পড়লে এই দুর্ঘটনাটি ঘটে। বিমানবাহিনী সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্থ বিমানটি চিহ্নিত করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। অসমের মাজুলি দ্বীপে ভেঙে পড়ে চপারটি। বায়ুসেনার এক অফিসার জানিয়েছেন, মাজুলি দ্বীপে যাওয়ার

অসমে ভাঙল বায়ুসেনার বিমান দুই পাইলটেরই মৃত্যু

দিল্লি- অসমের জোরহাটের কাছে আজ এক দুর্ঘটনায় ভারতীয় বায়ুসেনার দুই পাইলটের মৃত্যু হয়েছে। জোরহাট এয়ারবেস থেকে ওড়ার কিছু পরেই কিছুদূর গিয়েই একটি হালকা মালবাহী বিমান ভেঙে পড়লে এই দুর্ঘটনাটি ঘটে।

বিমানবাহিনী সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্থ বিমানটি চিহ্নিত করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। অসমের মাজুলি দ্বীপে ভেঙে পড়ে চপারটি।

বায়ুসেনার এক অফিসার জানিয়েছেন, মাজুলি দ্বীপে যাওয়ার সময় সুমোইমারি চাপোরিতে ঘটে এই দুর্ঘটনা। জোরহাট জেলার রাউরিয়া বিমানবন্দর থেকে চপারটি যাত্রা শুরু করেছিল।

আজ দুপুর দেড়টা নাগাদ ব্রহ্মপুত্রের ওপরে মাজুলি জেলার একটি প্রত্যন্ত দ্বীপে সেটি ভেঙে পড়ে। জেলা আধিকারিকেরা পৌঁছেছেন ঘটনাস্থলে। অরুণাচল প্রদেশ যাওয়ার কথা ছিল হেলিকপ্টারটির। ওই আধিকারিক আরও জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণাই এই দুর্ঘটনা ঘটেছে।