১২ ফেব্রুয়ারি – হস্টেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটল হিমাচল প্রদেশের বিলাসপুরে। তিনি সেখানকার এমসের ছাত্র ছিলেন। রবিবার সকালে হিমাচল প্রদেশের বিলাসপুরের এমসে ঘটনাটি ঘটে। বছর ২০-র পরীক্ষিত মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা ছিলেন। পুলিশ সূত্রে খবর, দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন পরীক্ষিত। তাঁর বাবা-মা দু’জনেই চিকিৎসক। তৃতীয় সেমিস্টারের পড়াশোনা করছিলেন পরীক্ষিত। ঝাঁপ দেওয়ার পরই তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরীক্ষিতের বাবা-মাকে খবর দেওয়া হলে তাঁরা হাসপাতালে পৌঁছন। তাঁরা পৌঁছনোর পর ময়নাতদন্ত শুরু করা হয়। কি কারণে ওই ছাত্র আত্মহত্যা করলেন তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরীক্ষিতের সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করলে তাঁরা পুলিশকে জানান, রবিবার সকালে তাঁর সঙ্গে ঘরের ভিতরেই ছিলেন পরীক্ষিত। সকাল ১১টা ২০ মিনিটে শৌচাগার যাবেন বলে ঘর থেকে হঠাৎই বেরিয়ে যান পরীক্ষিত। পরীক্ষিতের রুমমেট বলেন, পরীক্ষিত ঘর থেকে বেরিয়ে যাওয়ার পাঁচ মিনিট পর জোর শব্দ শুনতে পান তিনি। বাইরে বেরিয়ে দেখেন পরীক্ষিত হস্টেল থেকে ঝাঁপ দিয়েছেন। ঘর থেকে কোনও সুইসাইড নোট মেলেনি।