• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

নাগাল্যান্ডে ইউনাইটেড গভর্নমেন্ট গঠনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর

বিধানসভায় রাজনৈতিক দলগুলাের সদস্যদের মধ্যে একতা বজায় রাখতে বলা হয়েছে। সমঝােতাকারী সমস্ত পক্ষকে দ্রুত সমাধান রে করতে বলা হয়েছে।

নেফিউ রিও (Photo: IANS)

নাগা শান্তি প্রক্রিয়ায় গতি আনতে রাজ্যে সর্বদলীয় সরকার গঠন করার পথে এগােল নাগাল্যান্ড। শাসক দল ন্যাশনালিস্ট ডেমােক্র্যাটিক প্রােগ্রেসিভ পার্টি ও শরিক দল বিজেপি, বিরােধী দল নাগা পলস ফ্রন্ট সহ দু’জন নির্দল বিধায়ক এনজিইউ (নাগাল্যান্ড ইউনাইটেড গর্ভমেন্ট) সরকার গঠনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে।

উক্ত দলগুলির সভাপতিরা চুক্তিপত্রে স্বাক্ষর করেন। নাগাল্যান্ডের অভ্যন্তরীন রাজনৈতিক পরিবেশের সঠিক ও সম্মানজনক সমাধানের লক্ষ্যে নাগাল্যান্ড ইউনাইটেড গর্ভমেন্ট কাজ শুরু করবে। প্রত্যেকটি দল তাদের নিজ নিজ দলীয় ইস্তেহারে নাগা রাজনীতির সম্মানজনক সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পাশাপাশি একযােগে কাজ করার লক্ষ্য স্থাপন করেছে।

নাগাল্যান্ডে ৬০ সদস্যের বিধানসভায় ২৫ জন এনপিএিফ, ২০ জন এনডিপিপি, ১২৩ জন বিজেপি ও ২ জন নিদর্ল বিধায়ক রয়েছেন। এনডিপিপি বিধায়কের প্রয়াণ হওয়ায় একটা আসন ফাঁকা পড়ে রয়েছে।

নাগাল্যান্ড ইউনাইটেড গর্ভমেন্টের চুক্তি পত্রে উল্লেখ করা হয়েছে, নাগা রাজনীতির বিষয়টা কয়েক দশক ধরে পড়ে রয়েছে। শান্তিপূর্ণ সমাধান সূত্র খোঁজার লক্ষ্যে নাগাল্যান্ড বিধানসভার সদস্যরা একত্রিত হয়ে শান্তি স্থাপনের লক্ষ্যে এগােবে।

পাশাপাশি , চুক্তির শর্তে উল্লেখ করা হয়েছে, সংযুক্ত সরকারের সব পক্ষ শান্তি স্থাপনের স্বার্থে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আলােচনার টেবিলে বসবে। পাশাপাশি যত দ্রুত সম্ভব রাজনৈতিক পথে সমাধান সূত্র বের করার লক্ষ্যে এগােতে হবে।

সমস্ত নাগা রাজনৈতিক গ্রুপকে একত্রিত হয়ে আপােসে আসার জন্য প্রচেষ্ট হওয়ার আহ্বান জানানাে হয়েছে। বিধানসভায় রাজনৈতিক দলগুলাের সদস্যদের মধ্যে একতা বজায় রাখতে বলা হয়েছে। সমঝােতাকারী সমস্ত পক্ষকে দ্রুত সমাধান বের করতে বলা হয়েছে।