তবে পাক গোলাবর্ষনের উপযুক্ত জবাব দিয়েছে বিএসএফের জওয়ানরা। ওই সংঘর্ষে এক পাক সৈনিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ‘লঞ্চপ্যাড’ থেকে কাশ্মীরে জঙ্গিদের অনুপ্রবেশ করায় সাহায্য করছে পাকিস্তান।
জঙ্গিদের সাহায্য করতেই ভারতীয় সেনা ঘাঁটিতে হামলা চালাচ্ছে পাক রেঞ্জার্সরা। হামলা চালিয়ে ভারতীয় জওয়ানদের নজর ঘুরিয়ে দিতে চাইছে তারা।
সম্প্রতি সেনাবাহিনীর গোয়েন্দারা জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার ওপারে দেখা গিয়েছে পাক সেনার শীর্ষ কর্তাদের। ফলে পাকিস্তান বড়সড় কোনও হামলার ছক কষছে বলেই মনে করছেন গোয়েন্দারা।