ফের মাওবাদী হামলা ছত্তিশগড়ে। ছত্তিশগড়ের বিজাপুরে সিআরপিএফ জওয়ানদের গাড়িতে হঠাৎই আক্রমণ চালায় মাওবাদীরা। এখনও পর্যন্ত ৯ জন জওয়ান নিহত হয়েছেন বলে খবর মিলেছে। গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার এই কথা জানান বস্তারের আইজি সুন্দররাজ পি। পুলিশসূত্রে খবর, সোমবার বিজাপুরের কুটরু এলাকা দিয়ে কেন্দ্রীয় বাহিনীর একটি কনভয় যাওয়ার সময় জওয়ানদের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে মাওবাদীরা। হামলার জেরে দুমড়ে যায় জওয়ানদের গাড়ি। ঘটনায় কমপক্ষে ৯ জন জওয়ান নিহত হন।
সোমবার বস্তার ডিভিশনের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর গাড়ি উড়িয়ে দেয় নিষিদ্ধ সিপিআই মাওবাদী-র সশস্ত্র শাখা পিএলজিএ। প্রাথমিক খবরে জানা গিয়েছে, হামলায় কমপক্ষে ৯ জন জওয়ান নিহত হয়েছেন। গুরুতর জখম বেশ কয়েক জন। ওই গাড়িটিতে ‘ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড’ বাহিনীর জওয়ানেরা ছিলেন বলে পুলিশ সুত্রের খবর। সংবাদ সংস্থা সূত্রে খবর , বেদ্রে-কুটরু রোডের পাহাড় ও জঙ্গল ঘেরা এলাকায় ল্যান্ডমাইন পেতে রেখেছিল মাওবাদীরা, ওই গাড়িটি।
এনকাউন্টার প্রসঙ্গে বস্তারের আইজি সুন্দররাজ পি জানান, আবুজমাদের জঙ্গলে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালানো হয় ৷ শনিবার রাতে নারায়ণপুর, দান্তেওয়াড়া, জগদলপুর, কোন্ডাগাঁও জেলার ডিআরজি এবং এসটিএফ-এর একটি যৌথ বাহিনী মাওবাদী বিরোধী তল্লাশি অভিযানের জন্য আবুজমাদ এলাকার উদ্দেশে রওনা হয়েছিল। এই সময় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এনকাউন্টারের পরে, তল্লাশি অভিযান চলাকালীন ৪ জন মাওবাদীর দেহ উদ্ধার করেন নিরাপত্তারক্ষীরা ৷ ঘটনাস্থল থেকে স্বয়ংক্রিয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই সোমবার সিআরপিএফ গাড়িতে হামলা চালাল মাওবাদীরা ৷