তিন রাজ্যের ২৩ হোটেলে বোমা বিস্ফোরণের হুমকি। আর তা ঘিরেই চাঞ্চল্য ছড়াল দিনভর। মেলে হুমকি পাঠানো হয় বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতা, অন্ধ্র প্রদেশের তিরুপতি এবং গুজরাতের রাজকোটের ২৩টি হোটেলে হুমকি মেল যায় বলে খবর। এর আগে কয়েক দিন ধরে দেশের বহু বিমানে বোমা হুমকি দেওয়া হচ্ছিল। তবে পরে দেখা যায়, সব কটি হুমকিই ভুয়ো। বিমানগুলিতে তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা পা রেখেছেন শনিবার রাতে। সেই দিনই কলকাতার ১০টি হোটেলে হুমকি মেল যায়। এর মধ্যে বেশিরভাগ হোটেলই স্টার ক্যাটাগরির। হুমকি মেল পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে তল্লাশি চালায় বম্ব স্কোয়াড। তবে সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, চলতি বছর স্কুলেও বোমা বিস্ফোরণের ভয় দেখিয়ে এই ধরনের মেল পাঠানো হয়েছিল।
গত এক সপ্তাহ ধরে বিমানে একাধিক হুমকির কথা মাথায় রেখে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে সতর্ক করেছিল কলকাতা পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মেলের প্রেরক একটি ছদ্মনাম ব্যবহার করেছেন – রিয়েলিটি ইজ ফেক। মেলে লেখা হয়েছে, আমি আপনাদের হোটেলের মাঠে বোমা পুঁতে রেখেছি। বোমাগুলো কালো ব্যাগে লুকানো আছে। শিগগিরই বিস্ফোরণ ঘটানো হবে। আপনার বেঁচে থাকার জন্য খুব কম সময় আছে। খালি করুন।
শনিবার তিরুপতির তিনটি হোটেলে হুমকি মেল পাঠানো হয়। গত দু’দিনে শহরের চারটি হোটেলকে টার্গেট করা হয়েছে। যদিও তদন্তে উঠে এসেছে সবকটি হুমকিই ভুয়ো। হুমকি মেলগুলিতে জাফর সাদিকের কথা উল্লেখ করা হয়েছে। একটি বড় মাদক চক্রের কিংপিন জাফরকে জুলাই মাসে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি। শনিবারের হুমকিতে তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের স্ত্রী কিরুথিগা এবং তামিলনাড়ুর ডিজিপি শঙ্কর জিওয়ালের নাম উল্লেখ করা হয়েছে।
গুজরাতের রাজকোটের ১০টি হোটেলে শনিবার দুপুর পৌনে ১২টা নাগাদ একই আইডি থেকে একসঙ্গে মেল আসে। রাজকোটের ডিসিপি পার্থরাজসিংহ গোহিল জানিয়েছেন, হোটেলগুলিতে তল্লাশি চালানো হলেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।