• facebook
  • twitter
Saturday, 29 March, 2025

সাতসকালে কেঁপে উঠল দিল্লি-বিহার

একই দিনে কেঁপে উঠল দুই রাজ্য। বিহারের সিওয়ান জেলার বিস্তীর্ণ অংশ সোমবাস সকালে কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪।

প্রতীকী চিত্র

একই দিনে কেঁপে উঠল দুই রাজ্য। বিহারের সিওয়ান জেলার বিস্তীর্ণ অংশ সোমবাস সকালে কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সকাল ৮টা ২ মিনিটে কম্পন অনুভূত হয় হয়। ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে।

অন্যদিকে সোমবার ভোর ৫টা ৩৬ মিনিটে আচমকাই কেঁপে ওঠে দেশের রাজধানী এবং তার পার্শ্ববর্তী এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎসস্থল মাটির মাত্র পাঁচ কিলোমিটার নীচে হলেও কম্পনের তীব্রতা ভালোই ছিল। কম্পন-আতঙ্কে স্থানীয়দের অনেকেই বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

এক্স হ্যান্ডেলে মানুষকে সতর্ক থাকার অনুরোধ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, ‘‘দিল্লি এবং আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। আপনাদের সকলকে শান্ত থাকার অনুরোধ করছি। ভূমিকম্প পরবর্তী কম্পন থেকে সতর্ক থাকুন। পরিস্থিতির দিকে নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।