বিহারের পর এবার অসম, এনকেফেলাইটিসের বলি এখনও পর্যন্ত ৪৯ জন

এনকেফেলাইটিসে আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে বিহারের হাসপাতালে। (Photo: IANS)

সারা দেশের কাছে বিহারের স্বাস্থ্য ব্যবস্থার করুণ অবস্থাটা স্পষ্ট হয়ে গিয়েছিল এনকেফেলাইটিসে শতাধিক রােগীর মৃত্যুর পর। এবার সেই একই রােগের গ্রাসে অসম।

বাংলার প্রতিবেশী অসমে এনকেফেলাইটিসে এখনও পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে জুনের মধ্যে অসমে ক্রমেই বেড়েছে মৃতের সংখ্যা।

শুধু তাই নয়, এখনও ১৯০ জন এনকেফেলাইটিসে আক্রান্ত হয়ে রয়েছেন। পরিস্থিতি এতটাই সঙ্কটজনক হয়ে পড়েছে যে চিকিৎসক ও প্যারামেডিক কর্মীদের সমস্ত ছুটি বাতিল করে দিয়েছে অসম সরকার।


মূলত অসমের কোকরাঝাড়ে এই রােগের প্রকোপ বেশি দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও রােগমুক্তির একাধিক ব্যবস্থাও নিয়েছে অসম সরকার।

অসমের সবকটি হাসপাতাল ও মেডিকেল কলেজকে পরিস্থিতির মােকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।