আরজি কর মামলায় নয়া মোড়। মামলা থেকে সরে দাঁড়ালেন বর্ষীয়ান আইনজীবী বৃন্দা গ্রোভার। যদিও নির্যাতিতার বাবা দাবি করেছেন, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এক ট্রেনি চিকিৎসকের দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। প্রথমে কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি চললেও পরে তা সুপ্রিম কোর্টের স্থানান্তরিত হয়। আরজি কর সংক্রান্ত সমস্ত মামলার শুনানি চলছে দেশের শীর্ষ আদালতে।
চলতি বছর সেপ্টেম্বরে আইনজীবী বৃন্দা গ্রোভার নির্যাতিতার পক্ষে আইনি লড়াই শুরু করার সিদ্ধান্ত নেন। বিনামূল্যেই তিনি এই লড়াইয়ের সিদ্ধান্ত নেন। আইনজীবী সৌতিক বন্দ্যোপাধ্যায় ও আইনজীবী অর্জুন গুপ্ত ছিলেন তাঁর দলে। নির্যাতিতার মামলায় বিভিন্ন আদালতে তাঁরা আদালতে একাধিকবার প্রতিনিধিত্ব করেছেন। সুপ্রিম কোর্ট শুধু নয়, হাইকোর্ট, শিয়ালদহ কোর্টেও নির্যাতিতার পরিবারের প্রতিনিধিত্ব করেছে এই টিম।
সূত্রের খবর, বর্ষীয়ান আইনজীবীর সঙ্গে নির্যাতিতার পরিবারের বহু ক্ষেত্রে মতবিরোধ রয়েছে। তেমনই আবার কিছু কিছু ক্ষেত্রে হস্তক্ষেপজনিত কিছু সমস্যাও রয়েছে। সে কারণেই সম্ভবত বৃন্দা গ্রোভার এই মামলা থেকে সরে গেলেন বলেই খবর। তবে কে বা কারা হস্তক্ষেপ করছেন, সে বিষয়ে কিছু স্পষ্টভাবে জানা যায়নি। নির্যাতিতার হয়ে যে আর বৃন্দা গ্রোভার লড়ছেন না, এবিষয়ে কোনও তথ্য তাঁদের কাছে নেই বলে জানিয়েছেন নির্যাতিতার বাবা। সুপ্রিম কোর্ট, হাইকোর্টের পাশাপাশি নিম্ন আদালতেও বৃন্দা গ্রোভারের কোনও সহকারী আর এই মামলায় সওয়াল করবেন না বলে জানা গিয়েছে।