এবার বদলের অপেক্ষায় আকবরপুর, ফের নামবদলের পথে যোগী

লখনউ, ১০ মে– উত্তরপ্রদেশের ইতিহাস থেকে মুসলিম শাসনের ইতিহাস মুখে ফেলার পথে যোগী আদিত্যনাথ আরও একধাপ এগোতে চান৷ সেই পথে আগেই এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ, মুঘলসরাই হয়েছে দীনদয়াল উপাধ্যায় নগর, ফৈজাবাদ বদলেছে অযোধ্যায়৷ এবার আকবরপুরের পালা৷ ২০১৭ সালে উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে নাম বদলের ধারা চলেছে অবিরল৷ বৃহস্পতিবার আবরপুরের নাম বদলের পক্ষে সরব হয়ে যোগী বলেন, ঔপনিবেশিক ইতিহাস যেমন মুছে ফেলা দরকার, তেমনই দরকার ঐতিহ্যকে সম্মান করা৷ আর তাই আকবরের মতো মোগল সম্রাটের নামও এই অঞ্চলের নাম থেকে সরিয়ে দিতে হবে৷
এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ”আকবরপুর নামটা নিতে কেমন একটা দ্বিধা হয়৷ এ সবকিছুই বদল হওয়া দরকার৷ দাসত্বের এই চিহ্নগুলো মুছে ফেলতে হবে এবং নিজেদের ঐতিহ্যকে সম্মান করতে হবে৷”
প্রসঙ্গত, এদিন যোগী আকবরপুরের কথা বললেও আরও বহু জায়গার নাম নিয়েই তাঁর সরকার যে ভাবনাচিন্তা করছে, তেমন গুঞ্জন রয়েছে৷ এর মধ্যে রয়েছে আজমগড়, আলিগড়, শাহজাহানপুর, গাজিয়াবাদ, ফিরোজাবাদ, ফারুকাবাদ ও মোরাদাবাদের নামও৷ এর মধ্যে ফিরোজাবাদের নাম চন্দ্রনগর ও আলিগডে়র নাম হরিগড় রাখার প্রস্তাব রয়েছে৷ আলিগড় পুরসভায় এই পরিবর্তনের প্রস্তাব পাশও হয়ে গিয়েছে৷ এর আগে ২০১৯ কুম্ভমেলার আগে এলাহাবাদের নাম বদলে রাখা হয় প্রয়াগরাজ৷ একই ভাবে ঝাঁসি স্টেশনের নামকরণ করা হয় রানি লক্ষ্ণীবাইয়ের নামে৷ মুঘলসরাই ও ফৈজাবাদের নাম পালটে হয়েছে যথাক্রমে দীনদয়াল উপাধ্যায় নগর ও অযোধ্যা৷