• facebook
  • twitter
Monday, 16 September, 2024

শুভর মন খুলে প্রশংসা অদিতির

মুম্বই: বলিউডের জনপ্রিয় নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’তে অভিনয় করে বর্তমানে বেশ আলোচনায় আছেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি৷ কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরেও হাজির হয়েছেন এ অভিনেত্রী৷ সেখানেই অভিনেতা আরিফিন শুভর প্রশংসা করেছেন অদিতি৷ ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় শুভর অভিনয় নাকি মুগ্ধ করেছে ‘হীরামান্ডি’র এ নায়িকাকে৷  বাংলাদেশি সাংবাদিকদের অদিতি রাও হায়দারি জানিয়েছেন,

মুম্বই: বলিউডের জনপ্রিয় নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’তে অভিনয় করে বর্তমানে বেশ আলোচনায় আছেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি৷ কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরেও হাজির হয়েছেন এ অভিনেত্রী৷ সেখানেই অভিনেতা আরিফিন শুভর প্রশংসা করেছেন অদিতি৷ ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় শুভর অভিনয় নাকি মুগ্ধ করেছে ‘হীরামান্ডি’র এ নায়িকাকে৷  বাংলাদেশি সাংবাদিকদের অদিতি রাও হায়দারি জানিয়েছেন, আমি সত্যি বলতে সেভাবে বাংলা সিনেমা দেখিনি৷ তবে সম্প্রতি আমি মুজিব সিনেমা দেখেছি, গল্প ইনক্রেডিবল৷  অদিতির ভাষ্য, তার (আরিফিন শুভর) অভিনয় অবিশ্বাস্য,সত্যিই অবিশ্বাস্য…  তার কাজে আমি খুবই খুশি৷ আমি তার কাজে অনেক প্রভাবিত…৷  এবারের কান উৎসবে যোগ দিয়ে নাসিরুদ্দীন শাহ্ও প্রশংসায় ভাসিয়েছেন আরিফিন শুভকে৷  বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা গেল বছরের ১৩ অক্টোবর দেশেজুড়ে মুক্তি পেয়েছে৷