পিএফে মিটল জন্মের প্রমাণপত্র হিসাবে আধারের সমস্যা
দিল্লি, ১৮ জানুয়ারি– এবার আর পিএফে জন্মের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড লাগবে না৷ এমটাই ঘোষণা করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও৷ ভারত সরকারের শ্রম মন্ত্রকের অধীনে পরিচালিত হয় ইপিএফও৷ সেখানে অ্যাকাউন্টের ক্ষেত্রে জন্মের প্রমাণপত্র হিসাবে আধার কার্ডকে গণ্য না করার কথা জানানো হয়েছে৷ যদিও অনেক সংস্থায় আধার কার্ডকে জন্মের প্রমাণপত্র হিসাবে গণ্য করে থাকে৷