জোর টক্কর দিলেও আদানি দ্বিতীয় দেশের ধনীদের মধ্যে প্রথম আম্বানিই

দিল্লি, ৪ এপ্রিল— বিতর্কে থাকা আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানী জোর টক্কর দিলেও তিনি পিছলে থেমে রইলেন দ্বিতীয়তেই৷ ফের শীর্ষে উঠে গেলেন মুকেশ অম্বানি৷ ফোর্বস সম্প্রতি বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে৷ ফোর্বসের প্রকাশিত ২০২৪ সালের বিলিয়নিয়ারদের তালিকা বলছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এশিয়ার মধ্যে এক নম্বরে রয়েছেন৷ একইসঙ্গে তিনি ফোর্বসের তালিকায় সমগ্র বিশ্বের তালিকায় শীর্ষ দশে রয়েছেন৷ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে উঠে এসেছেন এলভিএমএইচ-এর মালিক বার্নার্ড আর্নল্ট৷

ফোর্বসের তালিকায় অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ১৯৪ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন৷ চতুর্থ স্থানে রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ৷ পাঁচ নম্বরে আছেন ল্যারি এলিসন৷ যাঁর হাতে রয়েছে ওরিকেল৷ সূত্রের খবর, তাঁর মোট সম্পদ ১৪১ বিলিয়ন মার্কিন ডলার৷ ওয়ারেন বাফেট এই তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন৷ তাঁর হাতে রয়েছে ১৩৩ বিলিয়ন মার্কিন ডলার৷
সামগ্রিকভাবে বিশ্বের ১০ জন ধনী শিল্পপতি হলেন, বার্নার্ড আর্নল অ্যান্ড ফ্যামিলি (২৩৩ বিলিয়ন ডলার), এলন মাস্ক (১৯৫ বিলিয়ন ডলার), জেফ বেজো (১৯৪ বিলিয়ন ডলার), মার্ক জুকেরবার্গ (১৭৭ বিলিয়ন ডলার), ল্যারি এলিসন (১৪১ বিলিয়ন ডলার), ওয়ারেন বাফেট (১৩৩ বিলিয়ন ডলার), বিল গেটস (১২৮ বিলিয়ন ডলার), মুকেশ আম্বানি (১১৬ বিলিয়ন ডলার), ল্যারি পেজ (১১৪ বিলিয়ন ডলার)৷

২০২৪ সালে বিশ্বের ধনকুবেরদের যে তালিকা ফোর্বস প্রকাশ করেছে, তাতে গতবছরের ১৬৯ জন ভারতীয়ের জায়গায় এবারে ২০০ জন ভারতীয় স্থান পেয়েছেন৷ ভারতীয়দের মিলিত অর্থ-সম্পত্তির পরিমাণ ৯৫৪ বিলিয়ন ডলারে ঠেকেছে৷ গতবছর তা ছিল ৬৭৫ বিলিয়ন ডলার৷ বৃদ্ধির পরিমাণ প্রায় ৪১ শতাংশ৷ বিশ্বের ধনীশ্রেষ্ঠদের তালিকায় আম্বানি নবম স্থানটি ধরে রেখেছেন৷ ভারত তো বটেই, এশিয়ারও ধনীতম ব্যক্তিটি তিনিই৷


ফোর্বসের তালিকা অনুযায়ী, আদানি হলেন দেশের দ্বিতীয় ধনী ব্যক্তি৷ সামগ্রিক তালিকায় তিনি সপ্তদশ স্থানে রয়েছেন৷ দেশের ধনীতম মহিলা হলেন সাবিত্রী জিন্দাল৷ দেশের মধ্যে তাঁর স্থান চতুর্থ৷ এক বছর আগেও তিনি দেশের মধ্যে ষষ্ঠ স্থানে ছিলেন৷ তাঁর সম্পত্তির পরিমাণ ৩৩.৫ বিলিয়ন ডলার৷
এই তালিকায় এবার নতুন ২৫ জন বিলিয়নেয়ার নাম তুলেছেন৷ ভারতের প্রথম দশে থাকা কোটি কোটিপতিরা হলেন, মুকেশ আম্বানি (১১৬ বিলিয়ন ডলার), গৌতম আদানি (৮৪ বিলিয়ন ডলার), শিব নাদর (৩৬.৯ বিলিয়ন ডলার), সাবিত্রী জিন্দাল (৩৩.৫ বিলিয়ন ডলার), দিলীপ সাংভি (২৬.৭ বিলিয়ন ডলার), সাইরাস পুনাওয়ালা (২১.৩ বিলিয়ন ডলার), কুশল পাল সিং (২০.৯ বিলিয়ন ডলার), কুমার বিড়লা (১৯.৭ বিলিয়ন ডলার), রাধাকৃষাণ দামানি (১৭.৬ বিলিয়ন ডলার) এবং লক্ষ্মী মিত্তল (১৬.৪ বিলিয়ন ডলার)৷