• facebook
  • twitter
Sunday, 26 January, 2025

ইডি কর্তা পরিচয় দিয়ে ৩০ লক্ষ টাকার প্রতারণা, গ্রেপ্তার এক

ইডি কর্তা পরিচয় দিয়ে ৩০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। কেরল থেকে একজনকে গ্রেপ্তার করল পুলিশ।

প্রতীকী ছবি।

ইডি কর্তা পরিচয় দিয়ে ৩০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, কেরল থেকে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। দক্ষিণ কন্নড় পুলিশ কেরলের কোল্লাম জেলা থেকে ওই প্রতারককে গ্রেপ্তার করেছে। ধৃতের বিরুদ্ধে আরও বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে ভিট্টলের এক ব্যবসায়ীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে ৩০ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ রয়েছে। ধৃতের নাম অনিল ফার্নান্দেজ (৪৯)। পুলিশ অপরাধে ব্যবহৃত গাড়ি এবং জাল নম্বর প্লেটও বাজেয়াপ্ত করেছে।

পুলিশ সূত্রে খবর, ৩ জানুয়ারি রাত ৮টা নাগাদ ভিট্টাল থানার অন্তর্গত কোলানাদে কৃষি ও বিড়ি ব্যবসায়ী এম. সুলাইমানের বাড়িতে পৌঁছয় ৬ জন। ধৃত ব্যক্তি নিজেকে ইডি অফিসার হিসেবে পরিচয় দেয়। ব্যবসায়ীর পরিবারের সদস্যদের বলে, তার কাছে বাড়ি তল্লাশির জন্য একটি ওয়ারেন্ট রয়েছে। তারা পরিবারের সদস্যদের নগদ টাকা এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করে। পরিবারের সদস্যদের বলে, ফোনগুলি পরে ইডির বেঙ্গালুরু অফিস থেকে তাদের ফেরত দেওয়া হবে।

পুলিশ সূত্রে খবর, পুলিশ অপরাধে ব্যবহৃত গাড়ি এবং জাল নম্বর প্লেট উদ্ধার করেছে। এক পুলিশ আধিকারিক বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং অন্যান্য অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।