• facebook
  • twitter
Monday, 17 March, 2025

মধ্যপ্রদেশে পথ দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু

মধ্যপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৭ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মধ্যপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৭ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ১১টা নাগাদ বদনাওয়ার-উজ্জয়িনী জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগামী একটি ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লাগে একটি গাড়ি ও একটি মোটর বাইকের। ট্যাঙ্কারের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়েছে।

বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা আরও তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বামনসুতা গ্রামের কাছে একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার চাকা গাড়ি ও বাইকে ধাক্কা মারে।

পুলিশ সুপার মনোজ কুমার সিং জানান, ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত দিকে চলে যাওয়ার এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ওই এলাকায় যানবাহনের গতি ওপর ভবিষ্যতে নজর রাখা হবে। নিহতরা রতলাম, মান্দসৌর (মধ্যপ্রদেশের) এবং যোধপুর (রাজস্থান) জেলার বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা পুলিশের টহলদারি বাড়ানোর আবেদন জানিয়েছেন।