• facebook
  • twitter
Tuesday, 28 January, 2025

মহাকুম্ভ থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪

মহাকুম্ভ থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে ডিভাইডারে গিয়ে সজোরে ধাক্কা মারল গাড়ি। এই দুর্ঘটনায় স্বামী-স্ত্রী এবং দুই সন্তানের মৃত্যু হয়েছে।

নিজস্ব চিত্র

মহাকুম্ভ থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে ডিভাইডারে গিয়ে সজোরে ধাক্কা মারল গাড়ি। এই দুর্ঘটনায় স্বামী-স্ত্রী এবং দুই সন্তানের মৃত্যু হয়েছে। প্রয়াগরাজে মহাকুম্ভে পুণ্যস্নান করে তাঁরা দিল্লি ফিরছিলেন। সেই সময়ই দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মৃতদেহ হেফাজতে নেয় এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে তারা।

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে আগ্রার ফতেহাবাদ এলাকায় এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় এক দম্পতি এবং তাদের দুই সন্তান মারা গিয়েছেন। নিহত ব্যক্তি দিল্লির উত্তম নগর এলাকার বাসিন্দা ছিলেন। মহাকুম্ভে সঙ্গমে স্নান করে তাঁরা সকলে বাড়ি ফিরছিলেন। আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায়। সেই সময় সামনে থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটির।

এই দুর্ঘটনায় গাড়িতে থাকা চারজনই ঘটনাস্থলে মারা যান। নিহতরা হলেন – ওম প্রকাশ (৪২), তাঁর স্ত্রী পূর্ণিমা (৩৪), ছেলে বিনায়ক (৪) এবং মেয়ে অহনা (১২)। ঘটনার পর নিহতদের মৃতদেহ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। নিহতের পরিবারের সদস্যদের দুর্ঘটনার কথা জানানো হয়েছে। এক পুলিশ আধিকারিক বলেন, মৃত ওম প্রকাশ সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন, যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, গাড়িটি দ্রুত গতিতে চলছিল। ওম প্রকাশ ঘুমিয়ে পড়ার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে উঠে যায়। তারপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় সেটির। দুর্ঘটনাটি এতটাই তীব্র ছিল, গাড়িটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।