জয়পুরে মর্মান্তিক দুর্ঘটনা। শিখদের নগর কীর্তনে ঢুকে পড়ল দ্রুতগামী গাড়ি। আহত হয়েছেন বেশ কয়েকজন।
বৃহস্পতিবার রাতে রাজস্থানের রাজধানী জয়পুরের একটি এলাকায় শিখ সম্প্রদায়ের কীর্তনে দ্রুতগামী থার জিপ ধাক্কা মারে। এই দুর্ঘটনায় কীর্তনে উপস্থিত এক বৃদ্ধ ও এক শিশু আহত হন, যাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা জিপটি ভাঙচুর করে। এই ঘটনার পর শিখ সম্প্রদায়ের লোকেরা আদর্শ নগর থানায় পৌঁছে চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে সাথী কলোনি গুরুদ্বারা থেকে গুরু গোবিন্দ সিং পার্কে নগর কীর্তন বের করা হয়। কীর্তনটি পঞ্চবটি সার্কেলের কাছে পৌঁছলে একটি দ্রুতগামী থর জিপ কীর্তনে অংশ নেওয়া লোকজনদের ধাক্কা মারে। সেখানে উপস্থিত পুলিশকর্মীরা জিপ থামানোর চেষ্টা করেন। তবে চালক জিপ থামানোর পরিবর্তে গাড়ির গতি বাড়িয়ে দেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং বিক্ষুব্ধ জনতা থার জিপ ভাঙচুর করে। এরপর শিখ সম্প্রদায়ের লোকজন আদর্শ নগর থানায় পৌঁছে পুলিশের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তদন্তের সময়, পুলিশ জানতে পারে যে জীপ চালক যুবক একজন নাবালক এবং সে একজন পুলিশকর্মীর ছেলে। পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিপটি বাজেয়াপ্ত করেছে।
ঘটনার সময় জীপে চারজন ছিল, যার মধ্যে তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অন্য সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার পর আশপাশের থানা থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স ডেকে লোকজনকে শান্ত হতে বলা হয়।
স্থানীয় শিখ সম্প্রদায়ের লোকেরা থানায় অভিযোগ দায়ের করেছে এবং নাবালক চালক ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।