• facebook
  • twitter
Thursday, 17 April, 2025

ইডির সমনের ওপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা করলেন সস্ত্রীক অভিষেক

এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সমনের ওপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজির বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায় (Photo:SNS)

এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সমনের ওপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। কয়লা কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক এবং তার স্ত্রী রুজিরাকে সমন পাঠিয়েছে ইডি।

ইডি-র দফতরে হাজিরা দিতে দিল্লিও গিয়েছিলেন অভিষেক। টানা ৯ ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। ফের ২১ সেপ্টেম্বর দিল্লির সদর দফতরে অভিষেককে তলব করে ইডি।

অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত কারণ দেখিয়ে তাকে কলকাতায় জিজ্ঞাসাবাদ যাতে করা হয় সে বিষয়ে ইডি-কে চিঠি দিয়েছিলেন। এবার তার ওপর স্থগিতাদেশ চাইলেন অভিষেক ও রুজিরা বলে জানা যাচ্ছে।