বঙ্গ বিজেপির মেগা বৈঠকে দিল্লিতে তলব অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীকে।

দিল্লি:- সোমবার রাজধানীর ময়দান থেকে বঙ্গ রাজনীতিতে আলোড়নের সম্ভাবনা আছে বলে একই দিনে দিল্লিতে পৌঁছচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লি যেতে পারেন রবিবার বিকেলে। আর, ঠিক ওই একই দিনে দিল্লি যাচ্ছেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের নিয়ে একটি আলোচনায় বসতে চান দলের কেন্দ্রীয় নেতৃত্বরা। সেই উদ্দেশ্যে রাজ্য স্তরের এই দুই গুরুত্বপূর্ণ নেতাকে জরুরি তলব করা হয়েছে। সোমবার গেরুয়া শিবিরের এই উচ্চ পর্যায়ের বৈঠকটি আয়োজিত হতে চলেছে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্য বিধানসভার প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দিল্লিতে তলব করা হয়েছে। সোমবার সকালে বঙ্গ বিজেপির মেগা বৈঠকটি হবে দিল্লিতে। সূত্রের খবর, জানা গেছে যে, দিল্লিতে আগামিকালের এই জরুরি বৈঠকে উপস্থিত থাকবেন জে পি নাড্ডা এবং দলের মুখ্য সেনাপতি অমিত শাহ। সাংগঠনিক বিষয়-সহ রাজ্যে বিজেপির বর্তমান কর্মকাণ্ড নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সুকান্ত আর শুভেন্দু ছাড়াও এই বৈঠকে বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সাংগঠনিক বৈঠকের পাশাপাশি সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর সঙ্গে আলাদা করে বিভিন্ন ইস্যু জানতে চাইতে পারেন অমিত শাহ এবং জে পি নাড্ডা। রাজ্যে ভোট পরবর্তী অশান্তির ঘটনায় বিজেপি কর্মী সমর্থকদের কী পরিস্থিতি, সেই বিষয়ে রাজ্য নেতৃত্বের ভূমিকা কী, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।