মেয়ের মৃত্যুর সুবিচারের আশায় এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হতে চলেছেন আর জি করের নির্যাতিতার বাবা-মা। তাঁদের দাবি, দোষী সাব্যস্ত সিভিক সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলেও ঘটনার সঙ্গে যুক্ত অন্য অভিযুক্তদের আড়াল করা হচ্ছে। সেজন্য ঘটনার যথাযথ তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন অভয়ার বাবা-মা। মৃতার বাবা-মা আগেও দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ফের আরও একবার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে মেল করেছেন। তাঁরা বলেছেন, ‘প্রয়োজনে ফের মেল করব।’
প্রসঙ্গত আর জি করের নির্যাতিতার পরিবার সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছিলেন। কিন্তু মুর্মুর সঙ্গে দেখা হয়নি। পরিবারের পক্ষ থেকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়ে একটি মেল করা হয়। কিন্তু জবাবে জানানো হয়, ‘সময় নেই’। তা সত্ত্বেও হাল ছাড়েননি অভয়ার বাবা-মা। তাঁরা বলেন, ‘প্রধানমন্ত্রী যদি কোনও সুব্যবস্থা করতে পারেন, তার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইব। প্রয়োজন হলে আবার মেল করে সাক্ষাতের সময় চাইব।’
এদিকে শনিবার সন্ধ্যায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে সোদপুর নাটাগড়ের বাড়িতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি বলেন, ‘রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের কাছে দাবি করছি, শহিদ হিসেবে অভয়ার নাম নথিভুক্ত করা হোক। কারণ, কর্মরত অবস্থায় অত্যাচারের শিকার হয়ে তাঁকে মরতে হয়েছিল। অভয়া নিজে প্রাণ দিয়ে রাজ্য তথা দেশের কত মেয়ের প্রাণ বাঁচিয়ে গেলেন। আমরাও এদিন প্রতিবাদী সাহসী সম্মানের একটি স্মারক পরিবারকে দিয়েছি।’