• facebook
  • twitter
Friday, 22 November, 2024

‘দিল্লিতে একটি আসনও প্রাপ্য নয় কংগ্রেসের’, এক আসন ‘দান’ দিয়ে খোঁচা আপের

দিল্লি, ১৩ ফেব্রুয়ারি– দেশ থেকে বিজেপি হটাও অভিযান হিসেবে ইন্ডিয়া জোট গড়ে বিরোধী শিবির৷ যদিও জোটের পর সর্বপ্রথম ভাঙণের ইঙ্গিত দিয়ে দিল্লির আপ সরকার জানায় কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়৷ জোটের প্রথম বৈঠকও এড়িয়ে যান আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল৷ সেই শুরু৷ এবার সেই ভাঙণে নতুন তরজা যোগ করে আপ জানিয়েছে, ‘শক্তির

দিল্লি, ১৩ ফেব্রুয়ারি– দেশ থেকে বিজেপি হটাও অভিযান হিসেবে ইন্ডিয়া জোট গড়ে বিরোধী শিবির৷ যদিও জোটের পর সর্বপ্রথম ভাঙণের ইঙ্গিত দিয়ে দিল্লির আপ সরকার জানায় কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়৷ জোটের প্রথম বৈঠকও এড়িয়ে যান আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল৷ সেই শুরু৷ এবার সেই ভাঙণে নতুন তরজা যোগ করে আপ জানিয়েছে, ‘শক্তির ভিত্তিতে, দিল্লিতে একটি আসনও প্রাপ্য নয় কংগ্রেস দলের৷’
জানুয়ারির প্রায় শুরু থেকেই দিল্লির লোকসভা আসনগুলি ভাগাভাগির সূত্র চূড়ান্ত করতে, আম আদমি পার্টি এবং কংগ্রেস নেতারা একসঙ্গে আলোচনায় বসেছেন৷ সেই আলোচনা এখনও চললেও, মঙ্গলবার, আপ সাংসদ সন্দীপ পাঠক বলেছেন, “দিল্লিতে লড়ার যোগ্যতা নেই কংগ্রেসের, তবে ‘জোটের ধর্ম’ মাথায় রেখে আমরা তাদের দিল্লিতে একটি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছি৷ আমাদের প্রস্তাব, দিল্লির একটি আসনে কংগ্রেস এবং বাকি ছয়টি আসনে ইন্ডিয়া জোটের হয়ে আম আদমি পার্টি লড়াই করবে৷ দিল্লিতে, লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল একটিও আসন পায়নি৷ পুর নির্বাচনে, ২৫০ আসনের মধ্যে কংগ্রেস মাত্র ৯টি আসন জিতেছে৷”
লোকসভা নির্বাচনে পাঞ্জাবে ইতিমধ্যেই একলা চলোর পথে হেঁটেছে আপ৷ জল্পনা শুরু হয়, দিল্লিতেও কংগ্রেসকে কোনও আসন ছাড়তে রাজি নয় অরবিন্দ কেজরিওয়ালের দল৷ যদিও ইন্ডিয়া জোটের আলোচনা শুরু হওয়ার সময়ে শোনা গিয়েছিল, ৪:৩ ফর্মুলায় দিল্লির আসন রফা হতে পারে আপ ও কংগ্রেসের মধ্যে৷ তিনটি আসন কংগ্রেসকে ছেড়ে দেবে আপ, এমনটাই শোনা গিয়েছিল৷
কিন্ত্ত ছবিটা পালটে যায় সময়ের সঙ্গে সঙ্গে৷ ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান কংগ্রেসকে আসন না ছাড়ার সিদ্ধান্ত নেয় একাধিক দল৷ আপের তরফেও সাফ জানিয়ে দেওয়া হয়, পাঞ্জাবে কংগ্রেসকে কোনও আসন ছাড়বে না৷ এবার দিল্লিতেও কংগ্রেস নিয়ে ঘোষণা আপের৷
উল্লেখ্য, ২০১৯ সালে দিল্লির সবকটি লোকসভা আসনে জিতেছিল বিজেপি৷ কিন্ত্ত তার পর থেকে প্রত্যেকটি নির্বাচনেই দাপট দেখিয়েছে আপ৷ ফলে দিল্লির লোকসভা আসন গেরুয়া শিবিরের হাত থেকে ছিনিয়ে নিতে পারবে বলেই আশাবাদী কেজরির দল৷ তবে আপের এই প্রস্তাবে কি কংগ্রেস আদৌ রাজি হবে? নাকি আলাদাভাবেই নির্বাচনী যুদ্ধে নামবে আপ-কংগ্রেস? প্রশ্ন রাজনৈতিক মহলে৷