• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আপ প্রধানের গ্রেফতারির প্রতিবাদে মোদির বাসভবন ঘেরাও সঙ্গে হোলির উৎসব বাতিল

দিল্লি, ২৩ মার্চ– আপাতত ইডি হেফাজতে রয়েছেন দিল্লির মুখমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল৷ আপ প্রধানের গ্রেফতারির পরেই তাঁর দল আন্দোলন শুরু করে৷ এবার এই গ্রেফতারির বিরুদ্ধে বড় আন্দোলনে নামছে আম আদমি পার্টি৷ আন্দোলনের লক্ষ্য এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন৷ মোদির বাসভবন ঘেরাওয়ের ডাক দিল আপ৷ আগামী ২৬ মার্চ এই  কর্মসূচির পালন করা হবে৷ তবে শুধু

দিল্লি, ২৩ মার্চ– আপাতত ইডি হেফাজতে রয়েছেন দিল্লির মুখমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল৷ আপ প্রধানের গ্রেফতারির পরেই তাঁর দল আন্দোলন শুরু করে৷ এবার এই গ্রেফতারির বিরুদ্ধে বড় আন্দোলনে নামছে আম আদমি পার্টি৷ আন্দোলনের লক্ষ্য এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন৷ মোদির বাসভবন ঘেরাওয়ের ডাক দিল আপ৷ আগামী ২৬ মার্চ এই  কর্মসূচির পালন করা হবে৷ তবে শুধু মোদির বাসভবন ঘেরাওয়ের সিদ্ধান্তই নেয়নি আপ৷ একইসঙ্গে এবার কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে হোলির উৎসব বাতিল করল আম আদমি পার্টি৷
আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি৷ শুক্রবার তাঁকে ৬ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷ এদিকে আপের তরফে গোটা ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করা হয়েছে৷ কেজরিওয়ালের গ্রেফতারির খবর ছডি়য়ে পড়তেই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গোটা দেশের রাজনীতিতে শোলগোল পডে় যায়৷ শুক্রবার সকাল থেকে দিল্লি, কলকাতা সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেন আপ কর্মী সমর্থকেরা৷ সেই আন্দোলনকেই আরও বড় আকারে করার পরিকল্পনার কথা জানিয়েছেন দিল্লি সরকারের মন্ত্রী গোপাল রাই৷ আপ নেতা সাংবাদমাধ্যমকে বলেন, “এই বছর হোলির উৎসব হবে না৷ ২৫ মার্চ আমরা জনগণের কাছেন যাব এবং তাঁদের বলব দেশে কী ঘটছে৷ ২৬ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেফতারির প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করা হবে৷”
এদিন আদালতে আম আদমি পার্টির প্রধানের গ্রেফতারির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি৷ অন্যদিকে,  ইডির পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু আদালতে দাবি করেন, কেজরিওয়ালই দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারির মূল পাণ্ডা৷ কেন্দ্রীয় এজেন্সির দাবি, আবগারি দুর্নীতি মামলায় কয়েকশো কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে৷ আর সেই দুর্নীতিতে মূল অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া এবং কে কবিতা৷