গ্রেপ্তার হতে পারেন কেজরিওয়াল, আশঙ্কা আপ নেতার

--------Delhi CM Arvind Kejriwal, address a press conference at Delhi Secretariat., in the capital on Monday.------SNS-----29--01--24

দিল্লি, ২৩ ফেব্রুয়ারি: ফের কেন্দ্রের মোদির সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ আম আদমি পার্টির। তাদের দাবি, লোকসভা ভোটের আগে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে পারে কেন্দ্রের মোদী সরকার। এই আশঙ্কা করছেন দিল্লির আপ নেতারা। সম্প্রতি দিল্লির কেজরিওয়াল সরকারের মন্ত্রিসভার এক মন্ত্রীর গলায় সেই আশঙ্কার সুর শোনা গেল। সৌরভ ভরদ্বাজ নামে দিল্লির ওই মন্ত্রী দাবি করেন, ইন্ডিয়া জোটে যোগ দিলেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হবে। পাশাপাশি তিনি লোকসভা ভোটে দলের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, কেজরিওয়াল গ্রেপ্তার হলেও কংগ্রেসের সঙ্গে আপের জোট হবেই।

সম্প্রতি তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আমাদের কাছে খবর এসেছে, আগামী দুই থেকে তিনদিনের মধ্যে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হবে। প্রশ্ন হচ্ছে, কেন কেন্দ্রীয় সরকার এতটা প্রতিহিংসার রাজনীতি করছে? বিজেপির নেতারা বলছে, যদি ইন্ডিয়া জোটে আপ যোগ দেয়, তাহলে কেজরিওয়াল জেলে যাবে। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় না গিয়ে ইন্ডিয়া জোটের বাইরে থাকলে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হবে না। এমনটাই শর্ত দিচ্ছে বিজেপি নেতারা। এর থেকে স্পষ্ট, বিজেপি চিন্তায় আছে। আপ ও কংগ্রেস যদি জোটবদ্ধ হয়, তাহলে বিজেপির পক্ষে জেতা অসম্ভব হয়ে যাবে। এমনকী সরকার গড়তেও পারবে না ওরা। কিন্তু কেজরিওয়াল গ্রেপ্তার হলেও কংগ্রেসের সঙ্গে আপের জোট হবেই।’