• facebook
  • twitter
Tuesday, 28 January, 2025

দিল্লি নির্বাচন: ইস্তেহারে ১৫ গ্যারান্টি আপ প্রধান কেজরিওয়ালের

সোমবার দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন আপের জাতীয় আহ্বায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

ফাইল চিত্র

দিল্লি বিধানসভা নির্বাচনের আগে ইস্তেহার প্রকাশ করল আম আদমি পার্টি। সোমবার দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন আপের জাতীয় আহ্বায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির জনগণের জন্য ১৫টি গ্যারান্টির প্রতিশ্রুতি দিয়েছেন কেজরি। এর আগেও নির্বাচনী প্রচার চলাকালীন বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেছিলেন আপের নেতারা।

আম আদমি পার্টির ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ছাড়াও দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি, সৌরভ ভরদ্বাজ এবং মণীশ সিসোদিয়া সহ দলের অনেক নেতারা উপস্থিত ছিলেন। এর আগে ২৫ জানুয়ারি বিজেপি দলীয় ইস্তেহার প্রকাশ করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘সংকল্প পত্র পর্ব-৩’ উন্মোচন করেন।

কেজরিওয়াল বলেন, কেজরিওয়ালের গ্যারান্টি মানে নিশ্চিত। এতে ভাসাভাসা কিছু নেই, অনেকে বলেন, রেজোলিউশন লেটার। কখনও এটা, কখনও ওটা। সবাই জানে যে এগুলো ভুয়ো। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, আমি প্রত্যেককে ১৫ লক্ষ টাকা দেব, দেড় বছর পর এক সাক্ষাৎকারে অমিত শাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে প্রধানমন্ত্রী মোদী প্রত্যেককে ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তখন তিনি বলেছিন, ওটা একটি নির্বাচনী স্লোগান। কেজরিওয়ালের কটাক্ষ, নির্বাচনের সময় বিজেপি এবং কংগ্রেসের মতো অন্যান্য দলগুলি যা ঘোষণা করে, তা কেবল নির্বাচনী স্লোগান।

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, এটি কোনও অস্থায়ী গ্যারান্টি নয়, আজ আমরা ১৫টি গ্যারান্টি দিচ্ছি। এটি কেজরিওয়ালের গ্যারান্টি, যা আগামী ৫ বছরের মধ্যে পূরণ করা হবে। প্রথম গ্যারান্টি হলো কর্মসংস্থানের নিশ্চয়তা। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুসারে, দিল্লিতে বেকারত্বের হার সবচেয়ে কম। জাতীয় পর্যায়ে বেকারত্বের হার প্রায় ৬%, কিন্তু দিল্লিতে বেকারত্বের হার মাত্র দুই শতাংশ। কিন্তু একজন বেকার থাকলেও, বেকারত্ব বেকারত্বই। আমরা চাই দিল্লিতে যেন একজনও বেকার না থাকে।

আপ প্রধান কেজরিওয়াল দলের ইস্তেহারে যুবকদের কর্মসংস্থান, মহিলা সম্মান যোজনা এবং বয়স্কদের বিনামূল্যে চিকিৎসার নিশ্চয়তা দিয়েছেন। আপ ক্ষমতায় এলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণ এবং মেট্রো ভাড়ায় ৫০ শতাংশ ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছেন কেজরিওয়াল। এর সঙ্গে বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মহিলাদের জন্য বাস ভ্রমণ, জল এবং বিদ্যুৎ সহ ৬টি সুবিধা অব্যাহত থাকবে। দিল্লিতে দল ক্ষমতায় এলে আগামী ৫ বছরে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, পরিষ্কার যমুনা এবং উন্নত মানের রাস্তাঘাট তৈরি করা হবে। মহিলাদের মাসিক ২,১০০ টাকা সাহায্য দেওয়া হবে।

আপের নির্বাচনী প্রতিশ্রুতি – কর্মসংস্থান নিশ্চয়তা, নারী সম্মান প্রকল্প, সঞ্জীবনী প্রকল্প, ভুল জলের বিল মকুব, ডঃ আম্বেদকর বৃত্তি প্রকল্প, শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা, দিল্লি মেট্রোতে ৫০ শতাংশ ছাড়, পূজারি সমৃদ্ধি যোজনা (প্রত্যেক পুরোহিতকে প্রতি মাসে ১৮,০০০ টাকা দেওয়া হবে)। কেজরিওয়াল বলেন, ভাড়াটেরা বিনামূল্যে বিদ্যুৎ এবং জল পাবেন। দিল্লির সমস্ত পুরাতন নর্দমা লাইন পরিবর্তন করা হবে। অটো ট্যাক্সি এবং ই-রিকশা চালকদের ১০ লক্ষ টাকার বীমা এবং ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা দেওয়া হবে।