হরিয়ানায় ৯০টি বিধানসভা আসনের মধ্যে ২০টি আসনে প্রথম দফার প্রার্থীতালিকা ঘোষণা করল আমি আদমি পার্টি। হরিয়ানায় কংগ্রেস-আপ জোট নিয়ে আলাপ-আলোচনা চলাকালীনই এই প্রার্থীতালিকা ঘোষণা করায় আসন সমঝোতার সম্ভাবনা আর নেই বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। আপের হরিয়ানা শাখার সভাপতি সুশীল গুপ্ত সোমবার প্রথম দফার প্রার্থীতালিকা প্রকাশ করে বলেন, ‘যদি কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা না হয় , তাহলে আমরা ৯০টি আসনেই লড়তে প্রস্তুত।