দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বিস্ফোরক অভিযোগ তুললো আমি আদমি পার্টি। অরবিন্দ কেজরিওয়াল ও মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা অভিযোগ করেছেন, যমুনার জলে বিষ মেশাচ্ছে হরিয়ানা। সেই কারণে রাজধানীর পানীয় জল সরবরাহে টান পড়ছে। স্বভাবিকভাবে অভিযোগ নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে।
সোমবারই হরিয়ানার বিজেপি সরকারে বিরুদ্ধে যমুনার জলে বিষ মেশানোর অভিযোগ এনেছিলেন আপ প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার সকালে সেই দাবিকে সমর্থন জানিয়েছেন আতিশী মার্লেনাও। এ বিষয়ে দ্রুত নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা। আতিশী জানিয়েছেন, ‘এই মূহূর্তে হরিয়ানা থেকে দিল্লিতে আসা যমুনার জলে অ্যামোনিয়ার মাত্রা স্বাভাবিকের তুলনায় ছ’গুণ বেশি। এই মাত্রা মানবশরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এই জল আর কোনোভাবেই পরিশোধনযোগ্যও নেই। দিল্লির মানুষকে এই জল কোনোভাবেই ব্যবহার করতে দেওয়া যাবে না। এই জল খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে।’ আপের আরও দাবি, যমুনার জলে অ্যামোনিয়ার পরিমাণ পরিশোধনযোগ্য মাত্রার ৭০০ শতাংশ উপরে রয়েছে। আর সেই কারণেই নাকি দিল্লিতে জলের জোগান ১৫ থেকে ২০ শতাংশ কমে গিয়েছে।
সোমবারই আপ সুপ্রিমো অভিযোগ তুলেছিলেন, ভোটার আগে আপের ওপর গণহত্যা’র দায় চাপানোর চেষ্টা করতেই বিজেপির এই চক্রান্ত। প্রতিবেশী নয়াব সিং সাইনি সরকারের বিরুদ্ধে আঙ্গুল তুলে কেজরি বলেছিলেন, ‘দিল্লিতে পানীয় জল আসে হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে। হরিয়ানার বিজেপি সরকার সেই যমুনার জলে বিষ মিশিয়ে দিয়েছিলো। কিন্তু দিল্লি জল বোর্ডের কর্তারা বিষয়টি আগেভাগেই ধরে ফেলায় জল তাঁরা দিল্লিতে আসতে দেননি। ওই বিষাক্ত জল দিল্লিতে এসে পানীয় জলে মিশলে, বহু মানুষের মৃত্যু হতো।
যদিও এই অভিযোগ শোনার পর আপ সুপ্রিমোকে এক হাত নিতে ছাড়েননি হরিয়ানার মুখ্যমন্ত্রী সাইনি। তিনি বলেছে, নির্লজ্জ অভিযোগ, এর জন্য হরিয়ানা ও দিল্লির মানুষের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে কেজরিওয়ালকে। দুই রাজ্যের মুখ্যসচিবের উপস্থিতিতে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সোনিপতে জলের নমুনা পরীক্ষা করে দেখার খোলা চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, এই অভিযোগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।