দুর্গ পুরী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড।

ওড়িশা:- ওড়িশা ট্রেন দুর্ঘটনার এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের বড়সড় দুর্ঘটনা এড়ালো ওড়িশা। দুর্গ পুরী এক্সপ্রেসের একটি কামরাতে অগ্নিকান্ডের ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল ওড়িশাতে। সূত্রের খবর, নোয়াপাদা জেলা’ সংলগ্ন এলাকাতে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়ে যায়। ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। যদিও এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। কীভাবে এই ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে রেল সূত্রে খবর, মূলত ব্রেক প্যাডে এই আগুন লাগে। বারবার ঘষা খাওয়ার ফলে এই আগুন ধরে যায় বলে দাবি রেলের। তবে বড়সড় ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গেছে। সূত্রের খবর, অন্যদিকে যাত্রীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় খায়েরিয়ার রোড স্টেশনে ট্রেনটি পৌঁছলে তখন বি৩ কোচ সম্পূর্ণ ধোঁয়াতে ভরে যায়। যা নিয়ে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সূত্রের খবর, জানা গিয়েছে ঘটনার এক ঘন্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয় গিয়েছে। রাত ১১ টার সময় ট্রেনটি ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় বলে জানিয়েছে রেল। তবে কেন এই ঘটনাটি ঘটেছে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।