• facebook
  • twitter
Thursday, 26 December, 2024

প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর রিপোর্ট। ভারতের শিশুরা ভুগছে অপুষ্টিতে!

ভারত:- প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর রিপোর্ট। ভারতের শিশুরা ভুগছে অপুষ্টিতে। ক্ষুধা সূচকে ১২৫টি দেশের মধ্যে ১১১তম স্থানে ভারত। শিশুদের অপুষ্টির হার এদেশে ১৮.৭ শতাংশ, যা বিশ্বে সর্বোচ্চ। প্রকাশ্যে এল এমনই চাঞ্চল্যকর রিপোর্ট। সূত্রের খবর, এবছরের গণনা অনুসারে ১১১ তম স্থান পেল ভারত। শিশুদের ওজন ও উচ্চতার অনুপাতে এই হিসেব তৈরি করা হয়। গত বছরও এই

ভারত:- প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর রিপোর্ট। ভারতের শিশুরা ভুগছে অপুষ্টিতে। ক্ষুধা সূচকে ১২৫টি দেশের মধ্যে ১১১তম স্থানে ভারত। শিশুদের অপুষ্টির হার এদেশে ১৮.৭ শতাংশ, যা বিশ্বে সর্বোচ্চ। প্রকাশ্যে এল এমনই চাঞ্চল্যকর রিপোর্ট। সূত্রের খবর, এবছরের গণনা অনুসারে ১১১ তম স্থান পেল ভারত। শিশুদের ওজন ও উচ্চতার অনুপাতে এই হিসেব তৈরি করা হয়। গত বছরও এই গণনা করা হয়েছিল। ২০২২ সালে এই সূচকেই ১২১টি দেশের মধ্যে ভারত ছিল ১০৭ নম্বরে। এ বার আরও চার ধাপ নীচে নামল ভারত। ভারতকে টেক্কা দিয়েছে প্রতিবেশী দেশ। তালিকায় আছে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা। জানা গিয়েছে, রিপোর্ট অনুসারে, এ দেশে পাঁচ বছরের নীচে শিশুমৃত্যুর হার ৩.১ শতাংশ। যথেষ্ট স্বাস্থ্যকর খাবার জোটে না ১৬.৬ শতাংশ মানুষের। সেই সঙ্গে জানা গিয়েছে, ১৫ থেকে ২৪ বছরের মহিলাদের মধ্যে রক্তাল্পতায় ভোগেন ৫৮.১ শতাংশ। সূত্রের খবর, কেন্দ্রের বক্তব্য, এখনে অপুষ্টির মাত্রা মাপা হয়েছে মাত্র ৩০০০ জনকে নিয়ে। সরকারের দাবি, ৩০০০ জনের মধ্যে সমীক্ষা করা হয়েছে, যা সঠিক নয়।। সরকারি পোষণ ট্র্যাকার আবার বলছে, ভারতে শিশুদের অপুষ্টির হার একটানা ৭.২ শতাংশের নীচে রয়েছে। তবে, কংগ্রেস এই দায় এড়ানো নিয়ে আক্রমণ করেছে মোদী সরকারকে।