বেঙ্গালুরু, ১৩ জুন – প্রজ্জ্বল রেভান্নার পর ফের যৌন হেনস্তার অভিযোগ উঠল কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে। এক নাবালিকার অভিযোগের ভিত্তিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। তদন্তের প্রয়োজনে তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে বৃহস্পতিবার জানিয়েছেন সে রাজ্যের কংগ্রেস পরিচালিত সরকারের পুলিশমন্ত্রী জি পরমেশ্বর। কর্নাটকের পুলিশমন্ত্রী বলেন, ‘‘ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। সিআইডির বিশেষ তদন্তকারী দল ঘটনার তদন্ত করছে। প্রয়োজন মনে করলে অভিযুক্তকে তারা গ্রেফতারও করবে।’’ এই মামলায় আগাম জামিন চেয়ে কর্ণাটক হাইকোর্টে বৃহস্পতিবার মামলা দায়ের করেছেন ইয়েদুরাপ্পা।