ভারতীয় সেনাবাহিনী, মণিপুর পুলিশ, আসাম রাইফেলস এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর তিন দিনের যৌথ অভিযানে মণিপুর থেকে প্রচুর অস্ত্র, যুদ্ধে ব্যবহারযোগ্য গোলাবারুদ উদ্ধার করেছে। এই সমস্ত অস্ত্র ও গোলাবারুদ মণিপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মণিপুরের চূড়াচাঁদপুর, কাকচিং ও থৈবাল জেলায় অভিযান চালানি হয়। এই অভিযানে নেতৃত্ব দেয় ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস ও মণিপুর পুলিশ। দক্ষিণ মণিপুরের একাধিক জেলা জুড়ে এই তল্লাশি অভিযান চলে।