• facebook
  • twitter
Monday, 16 September, 2024

প্রয়াত এ জি নুরানী

'দ্য স্টেটসম্যান'-এও একসময় নিয়মিত লিখেছেন তিনি

সংবিধান ও আইন বিশেষজ্ঞ এ জি নুরানী প্রয়াত। স্বাধীনতা পরবর্তী সময়ে ধর্ম নিরপেক্ষতার গুরুত্ব নিয়ে সারাজীবন লেখালেখি করেছেন আন্তর্জাতিক স্কলার, রাজনৈতিক বিশ্লেষক এবং আইন বিশেষজ্ঞ এ জি নুরানী বৃহস্পতিবার মুম্বইতে প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। ভারতের সংবিধান বিশেষজ্ঞদের অন্যতম ছিলেন নুরানী। আইনজীবী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন মুম্বই হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে। কাশ্মীর নিয়েও প্রচুর গবেষণা করেছেন এবং বই লিখেছেন তিনি। তাঁর লেখা অন্যতম প্রধান বই ‘কাশ্মীর ডিসপিউট’কাশ্মীর সহ ভারত-পাকিস্তানের রাজনীতি বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ভারতের সংবিধান নিয়ে এবং ভারতের নির্বাচনী ব্যবস্থা, স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং-কে নিয়েও বই লিখেছেন তিনি।

নুরানীর জন্ম ১৯৩০ সালের ১৬ সেপ্টেম্বর বম্বেতে (অধুনা মুম্বই)। ভারতের সমস্ত গুরুত্বপূর্ণ সংবাদ পত্রে নিয়মিত কলাম প্রকাশিত হতো। ‘দ্য স্টেটসম্যান’-এও একসময় নিয়মিত লিখেছেন তিনি। তাঁর মৃত্যুতে সর্বস্তরের মানুষই শোকপ্রকাশ করেছেন।