মমতার নির্দেশে অভিষের পরামর্শে আপের অনশন মঞ্চে তৃণমূল সাংসদের প্রতিনিধি দল
নিজস্ব প্রতিনিধি : শারীরিক অবস্থার প্রতি গুরুত্বহীনতা! নিজ অনশণ চালিয়ে যেতে বদ্ধপরিকর দিল্লির মন্ত্রী তথা আপ আদমি পার্টি বা আপ -এর নেত্রী অতিশী মারলেনা সিং। অনশনের চার দিনের মাথাতেই অসুস্থ হয়ে পড়েছেন নেত্রী। চিকিৎসকেরা সোমবার অতিশীকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করানোর সুপারিশ করেছেন। যদিও হরিয়ানার বিজেপি সরকার দিল্লিকে প্রয়োজনীয় জল না ছাড়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন