৮৫০ কোটির তেজস্ক্রিয় সহ ধৃত তিন

বিহারের গোপালগঞ্জ থেকে তেজস্ক্রিয় পাচারের অভিযোগে  তিন যুবককে গ্রেফতার করে পুলিশ । তাঁদের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার হয়। সেই ব্যাগের তল্লাশি চালাতেই উদ্ধার হয় তেজস্ক্রিয় পদার্থ। যার বাজারদর ৮৫০ কোটি।

গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) স্বর্ণ প্রভাত জানিয়েছেন, সন্দেহভাজন তিন যুবকের ব্যাগ থেকে ৫০ গ্রাম ‘ক্যালিফোর্নিয়াম’ উদ্ধার হয়েছে। যার এক গ্রামের দাম ১৭ কোটি টাকা। পুলিশ জানিয়েছে, যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে তাঁরা দাবি করেছেন, ওই তেজস্ক্রিয় গবেষণাগারের পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতেরা আইআইটি মাদ্রাজের নামও উল্লেখ করেন।  তিন বছর আগে উত্তরপ্রদেশের লখনউয়ে ৩৪০ গ্রাম ‘ক্যালিফোর্নিয়াম’ বাজেয়াপ্ত করেছিল পুলিশ। সেই সময় এই তেজস্ক্রিয়ের এক গ্রামের দাম ছিল ১৯ কোটি টাকা। সেই সময় ধৃতেরা দাবি করেছিলেন, কয়লাখনির এক শ্রমিক তাঁদের ওই তেজস্ক্রিয় দিয়েছিলেন।