• facebook
  • twitter
Saturday, 5 October, 2024

ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে যৌথবাহিনীর গুলির লড়াইয়ে ৮ মাওবাদী নিহত 

নারায়ণপুর, ২৪ মে – ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে টানা ২১ ঘণ্টা এনকাউন্টারে মোট ৮ জন মাওবাদীরা মৃত্যুর খবর জানা গেছে। বৃহস্পতিবার যৌথ বাহিনীর উপর আচমকাই গুলি চালায় মাওবাদীরা৷ পালটা জবাব দেয় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের জওয়ানরা৷ নকশাল অধ্যুষিত নারায়ণপুর, দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমানায় আবুজমাড়ের জঙ্গলে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে টানা

নারায়ণপুর, ২৪ মে – ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে টানা ২১ ঘণ্টা এনকাউন্টারে মোট ৮ জন মাওবাদীরা মৃত্যুর খবর জানা গেছে। বৃহস্পতিবার যৌথ বাহিনীর উপর আচমকাই গুলি চালায় মাওবাদীরা৷ পালটা জবাব দেয় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের জওয়ানরা৷ নকশাল অধ্যুষিত নারায়ণপুর, দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমানায় আবুজমাড়ের জঙ্গলে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে টানা ২১ ঘণ্টা গুলির লড়াই হয়৷  জানা গিয়েছে, যৌথবাহিনীর এনকাউন্টারে ৮ মাওবাদীর মৃত্যুর পাশাপাশি উদ্ধার হয় প্রচুর অস্ত্র৷

বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ এনকাউন্টার শুরু হয়, চলে শুক্রবার পর্যন্ত। নিরাপত্তা বাহিনীর দল যখন ঘটনাস্থল থেকে ফিরছিল তখন আরও একবার বাহিনীর উপর হামলা চালানো হয়৷ মাওবাদীরা এসটিএফ দলের উপর হঠাৎই গুলি চালানো শুরু করে। এসটিএফ কর্মীরাও পাল্টা গুলি চালায়৷ গুলির সংঘর্ষ শেষ হলে, তল্লাশি অভিযানের সময় ইউনিফর্ম পরা এক মাওবাদীর দেহ উদ্ধার করা হয়। কয়েকজন মাওবাদীকে গ্রেফতারও করা হয়েছে বলে জানা গেছে৷ যদিও সরকারিভাবে পুলিশের তরফে সেই খবর নিশ্চিত করা হয়নি।

বৃহস্পতিবার, নারায়ণপুর-বিজাপুর জেলার সীমান্ত এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবর পাওয়া যায়। এর পরে নারায়ণপুর, দান্তেওয়াড়া এবং বস্তার জেলার ডিআরজির বাহিনীদের সঙ্গে এসটিএফ অভিযানে বের হয়। সেই সময়ই মাওবাদীরা নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালাতে শুরু করে। বাহিনীও পালটা  গুলি চালাতে থাকে৷ সারাদিন এবং রাতভর  এনকাউন্টার চলে। এনকাউন্টার চলাকালীন বাহিনী সাতটি ইউনিফর্ম পরা মাওবাদীর দেহ এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে। নারায়ণপুরের পুলিশ সুপার প্রভাত কুমার এবং দান্তেওয়াড়ার এসপি গৌরব রাই মাওবাদী এনকাউন্টারের খবর নিশ্চিত করেন।