রায়পুর, ১৭ জুন– দুদিন আগে ছত্তিশগডে় বড়সড় সাফল্য পেয়েছিল পুলিশবাহিনী৷ সেবার ৮ মাওবাদী নিকেশ হয়েছিল৷ সোমবার সাতসকালে ঝাড়খণ্ডে ফের ৪ মাওবাদীকে খতম করল রাজ্যের পুলিশ৷ ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলিযুদ্ধ হয়৷ তাতেই খতম হয়েছে ৪ জন৷ পাশাপাশি ২ জন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের আইজি (অপারেশন) অমল ভি হোমকর৷ ঝাড়খণ্ডের টন্টো এবং গোইলকেরা এলাকায় কিছু মাওবাদী লুকিয়ে রয়েছে বলে খবর পায় রাজ্যের পুলিশ৷ সেই প্রেক্ষিতেই গোপন অভিযান চালানো হয়৷ তবে লুকিয়ে থাকা মাওবাদীরা অতর্কিতে পুলিশবাহিনীর ওপর হামলা চালায়৷ শুরু হয় গুলির লড়াই৷ তাতেই মৃতু্য হয়েছে ৪ জনের৷ পাশাপাশি একজন মহিলা মাওবাদী নেত্রী সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে৷ একই সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র৷ এলাকায় তল্লাশি অভিযান এখনও চলছে৷ মনে করা হচ্ছে, আরও কয়েকজন মাওবাদী সেখানে লুকিয়েও থাকতে পারে৷ গত ১৫ জুন ছত্তিশগডে়র নারায়ণপুর জেলায় ৮ মাওবাদী নিকেশ হয়েছিল৷ আইটিবিপির ৫৩ ব্যাটালিয়ান মিলিয়ে নিরাপত্তা বাহিনীর বিশাল ফোর্স এই মাওবাদী দমন অভিযানে নামে৷ এর আগে চলতি মাসে নারায়ণপুর এলাকায় আরও এক এনকাউন্টারে ৬ মাওবাদীর মৃতু্য হয়েছিল৷ এনকাউন্টারে যে মাওবাদীদের মৃতু্য হয়েছে, তাদের মাথার দাম ছিল ৩৮ লাখ টাকা৷