• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ঝাড়খণ্ডে মন্ত্রীত্ব না পেয়ে দিল্লিতে ৮ কং বিধায়ক, সিঁদুরে মেঘ রাঁচির রাজপথে

দিল্লি, ১৮ ফেব্রুয়ারি: ঝাড়খণ্ডের রাজনীতিতে ফের সিঁদুরে মেঘ দেখছে চম্পাই সোরেন সরকার। সেখানে জোট সরকারের মন্ত্রিত্ব না পেয়ে দলের শীর্ষ নেতাদের দরবার করছেন কংগ্রেস বিধায়করা। ইতিমধ্যে আজ ৮জন কংগ্রেস বিধায়ক দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে পৌঁছে গিয়েছেন। তাঁরা দলের সর্ব ভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করে নালিশ জানিয়েছেন বলে সূত্রের খবর। দলের ১২ জন বিধায়ক

দিল্লি, ১৮ ফেব্রুয়ারি: ঝাড়খণ্ডের রাজনীতিতে ফের সিঁদুরে মেঘ দেখছে চম্পাই সোরেন সরকার। সেখানে জোট সরকারের মন্ত্রিত্ব না পেয়ে দলের শীর্ষ নেতাদের দরবার করছেন কংগ্রেস বিধায়করা।

ইতিমধ্যে আজ ৮জন কংগ্রেস বিধায়ক দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে পৌঁছে গিয়েছেন। তাঁরা দলের সর্ব ভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করে নালিশ জানিয়েছেন বলে সূত্রের খবর। দলের ১২ জন বিধায়ক বিধানসভার অধিবেশন বয়কট করারও হুমকি দিয়েছেন। রাঁচির রাজপথে কান পাতলে এমনই কানাঘুষা শোনা যাচ্ছে।

যার ফলে আতঙ্কে রয়েছেন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। তার মধ্যেই আবার অপারেশন লোটাসের আতঙ্ক তাড়া করছে তাঁর নবগঠিত সরকারকে। পরিস্থিতি সামাল দিতে দিল্লি ছুটেছেন ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী। তিনি আজ কংগ্রেসের শীর্ষ নেতা মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখাও করেছেন।