• facebook
  • twitter
Monday, 16 September, 2024

মাঝ নদীতে নৌকা ডুবে ৭ যাত্রীর মৃতু্যর আশঙ্কা

মুম্বই, ২৩ জানুয়ারি– মাঝ নদীতে গিয়ে টালমাটাল নৌকা উল্টে পড়ল৷ আর তাতেই মৃতু্যর আশঙ্কা ৭ যাত্রীর৷ ঘটনাটি মহারাষ্ট্রের গড়চিরোলির৷ দুর্ঘটনায় এখনও অবধি একজনের মৃতু্যর খবর পাওয়া গিয়েছে৷ কিন্ত নিখোঁজ কমপক্ষে আরও পাঁচজন৷ তারা সবাই মৃত বলেই মনে করছে পুলিশ৷ এক মহিলাকে উদ্ধার করা সম্ভব হয়েছে মাত্র৷ ওই নৌকায় মোট সাতজন মহিলা যাত্রী ছিলেন৷ তারা লঙ্কা

মুম্বই, ২৩ জানুয়ারি– মাঝ নদীতে গিয়ে টালমাটাল নৌকা উল্টে পড়ল৷ আর তাতেই মৃতু্যর আশঙ্কা ৭ যাত্রীর৷ ঘটনাটি মহারাষ্ট্রের গড়চিরোলির৷ দুর্ঘটনায় এখনও অবধি একজনের মৃতু্যর খবর পাওয়া গিয়েছে৷ কিন্ত নিখোঁজ কমপক্ষে আরও পাঁচজন৷ তারা সবাই মৃত বলেই মনে করছে পুলিশ৷ এক মহিলাকে উদ্ধার করা সম্ভব হয়েছে মাত্র৷
ওই নৌকায় মোট সাতজন মহিলা যাত্রী ছিলেন৷ তারা লঙ্কা তুলতে নদীর ওপারে গানপুর ঘাটে যাচ্ছিলেন৷ জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ নৌকাটি রওনা দেয়৷ মাঝ নদীতে যেতেই হঠাৎ বেসামাল হয়ে যায় নৌকাটি৷ নৌকার চালক সাঁতরে নদীর পাডে় চলে এলেও, মহিলা যাত্রীরা সকলেই ডুবে যান৷ পরে এক মহিলাকে উদ্ধার করা হলেও, এখনও নিখোঁজ পাঁচজন৷ এক মহিলার  দেহ উদ্ধার হয়েছে৷ দুর্ঘটনার খবর পেতেই উদ্ধারকাজ শুরু করে স্থানীয় প্রশাসন৷ ডুবুরিদের নামানো হয়েছে নিখোঁজ মহিলার সন্ধানে৷ তবে পুলিশের আশঙ্কা, নিখোঁজ পাঁচ মহিলারই মৃতু্য হয়েছে৷ কারণ দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরও কারোর সন্ধান পাওয়া যায়নি৷ এর আগে সম্প্রতিই ১৮ জানুয়ারি গুজরাতের ভাদোদরাতেও নৌকাডুবি হয়৷ একটি স্কুল থেকে বনভোজনে গিয়ে বোটিং করতে গিয়ে নৌকা ডুবে মৃতু্য হয় ১২ পড়ুয়া সহ মোট ১৫ জনের ৷