মুম্বই, ২৯ জুন: দেশের দীর্ঘতম ‘গ্রিনফিল্ড’ সড়ক প্রকল্প সম্বৃদ্ধি হাইওয়েতে ভয়ানক দুর্ঘটনা৷ সেখানে কী করে এমন ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷
ভুল লেনে চলে আসার কারণেই ভয়ানক দুর্ঘটনা মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়েতে৷ শুক্রবার রাতে মুম্বই থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে জালনা জেলার সম্বৃদ্ধি হাইওয়ের কাদওয়াঞ্চি গ্রামের কাছে দুটি গাডি়র মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃতু্য হয়েছে ৬ জনের৷ আহত হয়েছেন আরও চার জন৷ আহতরা স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন৷
সিসিটিভি ফুটেজে দেখে পুলিশ জানতে পারে, এদিন রাত ১১টা নাগাদ একটি গাডি় পেট্রোল পাম্পে তেল ভরে ভুল দিক থেকে হাইওয়েতে উঠে আসে৷ সেই সময়ে উল্টোদিকে মুম্বই থেকে নাগপুরগামী একটি গাডি়র সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷ দুটি গাডি়র মধ্যে এতটাই বেশি গতি ছিল যে সংঘর্ষের অভিঘাতে একটি গাডি় উডে় গিয়ে হাইওয়েতে থাকা ব্যারিকেডের উপরে পডে়৷ ছিটকে পডে় যান গাডি়র যাত্রীরা৷ প্রাণ হারান ছয় যাত্রী৷ নিহতদের পরিচয় এখনও জানা যায়নি৷ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷