দিল্লির আবাসনের বহুতলে আগুন, মৃত ৬ আহত আরও অনেক

দিল্লি, ১৯ জানুয়ারি– ভয়াবহ অগ্নিকাণ্ডে দিল্লিতে প্রাণ গেল ছয়জনের৷ বৃহস্পতিবার শীতের রাতে পশ্চিম দিল্লির পীতমপুরা এলাকার ঘটনাটি ঘটে৷ পুলিশ সূত্রের খবর, অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন চারজন মহিলা ৷ এদিন রাতে একটি চারতলার বাডি়তে আগুন লাগে৷ প্রথমে একতলা এবং পরে দোতলায় দ্রুত আগুন ছডি়য়ে পডে়৷ খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ এবং দমকল বাহিনী৷ দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে৷ এরপর একে একে আটকে পড়া আবাসিকদের উদ্ধার করে দমকল৷
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, হিটারে শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে৷ ঘরে কাঠের আসবাবপত্র এবং অন্যান্য দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছডি়য়ে পডে়৷
পুলিশ সূত্রের খবর, মৃতদের মধ্যে তিনজন মহিলা এবং দুজন পুরুষ৷ তবে হতাহতদের সকলেই একই পরিবারের সদস্য কিনা, তা এখনও স্পষ্ট নয়৷ ঘটনাটিতে এখনও একজন নিখোঁজ রয়েছেন৷ ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷
ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন৷ আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে৷ বাডি়টির একতলা এবং দোতলা পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে বললেই চলে৷ আগুন লাগার কারণ এখনও জানা যায়নি৷ যৌথভাবে তদন্ত চালাচ্ছে দিল্লি পুলিশ এবং দমকল বাহিনী৷ দমকল সূত্রে জানা গিয়েছে, বাডি়টির প্রথম তলায় আগুন লাগে৷ দ্রুত সেই আগুন ছডি়য়ে পডে়৷ প্রথম তলায় আগুন লাগার ফলে উপরের তলার আবাসিকরা আটকে পডে়ন৷ দীর্ঘ কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে৷