• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

চালক ঘুমিয়ে পড়ায় ট্রাকে ধাক্কা গাড়ির , তামিলনাড়ুতে মৃত ৬ 

চেন্নাই, ২৮ জানুয়ারি –  গাড়ির চালক ঘুমিয়ে পড়ায় বড় দুর্ঘটনা ঘটে গেল তামিলনাড়ুতে। দুর্ঘটনার জেরে মৃত্যু হল গাড়ির ছয় আরোহীর। রবিবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ তামিলনাড়ুর সিঙ্গিলিপট্টি এবং পুন্নাইয়াপুরমের মাঝে। পুলিশ সূত্রে খবর, গাড়িটিতে মোট ৬ জন ছিলেন আরোহী ছিলেন। তাঁরা সবাই একত্রে কুত্রালামে ফিরছিলেন। রবিবার ভোর সাড়ে ৩টের সময় দুর্ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে,

চেন্নাই, ২৮ জানুয়ারি –  গাড়ির চালক ঘুমিয়ে পড়ায় বড় দুর্ঘটনা ঘটে গেল তামিলনাড়ুতে। দুর্ঘটনার জেরে মৃত্যু হল গাড়ির ছয় আরোহীর। রবিবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ তামিলনাড়ুর সিঙ্গিলিপট্টি এবং পুন্নাইয়াপুরমের মাঝে।

পুলিশ সূত্রে খবর, গাড়িটিতে মোট ৬ জন ছিলেন আরোহী ছিলেন। তাঁরা সবাই একত্রে কুত্রালামে ফিরছিলেন। রবিবার ভোর সাড়ে ৩টের সময় দুর্ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে, গাড়িক চালকের ঘুমে চোখ জুড়িয়ে এসেছিল। ফলে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেই সময় উল্টো দিক থেকে একটি ট্রাক আসছিল। গাড়িটি সোজা গিয়ে ধাক্কা মারে ট্রাকটিতে। গাড়িটি দুমড়ে ট্রাকের নীচে ঢুকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ আরোহীর। গুরুতর জখম অবস্থায় এক আরোহীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপালে মৃত্যু হয় তাঁর। মৃতরা হলেন, কার্তিক, ভেল মনোজ, সুব্রামণি, মনোহরণ এবং পতিরাজ। এক জনের পরিচয় জানা যায়নি। 
 
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকলবাহিনী এবং উদ্ধারকারী দল। গ্যাসকাটার দিয়ে গাড়ি কেটে আরোহীদের উদ্ধার করা হয়। আধ ঘণ্টার মধ্যে গোটা উদ্ধারকাজ চালানো হয় বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।
 
এমনই এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায় গত ২৪ জানুয়ারি রাজ্যের থোপ্পুর ঘাট রোডে। সেই দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন আরও আট জন। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িকে ধাক্কা মারে। তার পর অন্য একটি ট্রাককে ধাক্কা মারে। দু’টি ট্রাকের মাঝে পিষ্ট হয়ে যায় একটি গাড়ি। একটি ট্রাক আবার সেতু ভেঙে নীচে পড়ে যায়। সেই দুর্ঘটনার রেশ না কাটতেই ফের দুর্ঘটনায় প্রাণ গেল ৬ জনের।