• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মধ্যপ্রদেশে বিয়েবাড়ির শোভাযাত্রায় ট্রাক হানায় মৃত ৬, জখম ১০

ভোপাল, ১২ মার্চ: মধ্যপ্রদেশে বিয়ে বাড়িতে মর্মান্তিক দুর্ঘটনা। শুভ বিবাহের আনন্দ অনুষ্ঠানে আচমকা মৃত্যু মিছিল ও কান্নার রোল। গতকাল, সোমবার সন্ধ্যায় মধ্যপ্রদেশের রাইসেন জেলার খামারিয়া গ্রামে ঘটেছে এই ঘটনা। আচমকা একটি ট্রাক ঢুকে বরযাত্রীদের শোভাযাত্রায় পিঁষে দিল বহু মানুষকে। সেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। গুরুতর জখম হয়েছেন আরও ১০ জন। তাঁরা

ভোপাল, ১২ মার্চ: মধ্যপ্রদেশে বিয়ে বাড়িতে মর্মান্তিক দুর্ঘটনা। শুভ বিবাহের আনন্দ অনুষ্ঠানে আচমকা মৃত্যু মিছিল ও কান্নার রোল। গতকাল, সোমবার সন্ধ্যায় মধ্যপ্রদেশের রাইসেন জেলার খামারিয়া গ্রামে ঘটেছে এই ঘটনা। আচমকা একটি ট্রাক ঢুকে বরযাত্রীদের শোভাযাত্রায় পিঁষে দিল বহু মানুষকে। সেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। গুরুতর জখম হয়েছেন আরও ১০ জন। তাঁরা এখন হাসপাতালে চিকিৎসাধীন। অনেকের অবস্থা এখনও আশঙ্কাজনক।

পুলিশে সূত্রে জানা গিয়েছে, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রীদের শোভাযাত্রায় ঢুকে পড়ে। প্রথমে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। জখমদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে আরও দুই জনের মৃত্যু হয়েছে। ঘটনার পর ওই ট্রাকের চালক সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। দুর্ঘটনার পরে শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি নিহতদের পরিবার পিছু আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে জখমদেরও আর্থিক সাহায্য করা হবে বলে ঘোষণা করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।