ইমফল, ২৪ জানুয়ারি – মণিপুরে অসম রাইফেলসের এক জওয়ান সহকর্মীদের উপরে এলোপাথাড়ি গুলি চালিয়ে তারপর গুলি করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ৬ জওয়ান। গুরুতর আহত জওয়ানদের সকলকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা সকলেই বর্তমানে স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। মণিপুরের অশান্তির সঙ্গে এই ঘটনার কোনও যোগ নেই বলেই জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে উচ্চতর কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে। দক্ষিণ মণিপুরের সাজিক তামপাক এলাকায় সেনা ক্যাম্পে সহকর্মীদের উপরে আচমকাই গুলি চালায় অসম রাইফেলসের এক জওয়ান। শেষে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। তবে গোটা ঘটনায় কোনও প্রাণহানি হয়নি। আহতরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। তবে পুলিশ আধিকারিকদের দাবি, রাজ্যের জাতি সংঘর্ষের সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই। অভিযুক্ত এবং আহত ৬ জওয়ান মণিপুরের অধিবাসী নন। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে কোনও রকম প্ররোচনায় পা দিতে নিষেধ করা হয়েছে।