দিল্লি, ২৩ জুলাই – প্রতিরক্ষা মন্ত্রকের জন্য কেন্দ্রীয় বাজেটে প্রায় ৬.২২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। এই মন্ত্রকের জন্যই সর্বোচ্চ বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। প্রতিরক্ষা মন্ত্রককে সর্বোচ্চ বরাদ্দ করায় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, “২০২৪-২৫ আর্থিক বছরে কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষা মন্ত্রকের জন্য ৬,২১,৯৪০.৮৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা বিভিন্ন মন্ত্রকের মধ্যে সর্বোচ্চ৷ অন্তর্বর্তীকালীন বাজেটের সময় প্রতিরক্ষা মন্ত্রকে বরাদ্দ বজায় রাখার সময় সরকার এসিং ডেভেলপমেন্ট অফ ইনোভেটিভ টেকনোলজিস উইথ আইডিইএক্স প্রকল্পের মাধ্যমে প্রতিরক্ষা ক্ষেত্রে উদ্ভাবনের জন্য ৪০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করেছে ৷” এই স্কিমের মাধ্যমে মন্ত্রক ভারতীয় সামরিক বাহিনীকে ডিফেন্স-টেক সমাধানে উদ্ভাবনী ও দেশীয় প্রযুক্তিগত ক্ষেত্রে সহায়তা করবে।
২০২৪-২৫ আর্থিক বছরের জন্য প্রতিরক্ষা খাতে বরাদ্দ ২০২২-২৩ আর্থিক বছরের বরাদ্দের তুলনায় প্রায় এক লক্ষ টাকা বেড়েছে এবং২০২৩-২৪ বছরের বরাদ্দের তুলনায় ৪.৭৯ শতাংশ বেড়েছে। এর মধ্যে ২৭.৬৬ শতাংশ যায় মূলধনে, ১৪.৮২ শতাংশ পরিচালন প্রস্তুতিতে রাজস্ব ব্যয়ের জন্য , প্রতিরক্ষা পেনশনের জন্য ২২.৭০ শতাংশ এবং ৪.১৭ শতাংশ যায় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে নাগরিক সংস্থাগুলিতে ৷
বরাদ্দের লক্ষ্য হল প্রতিরক্ষা প্রযুক্তি এবং সশস্ত্র বাহিনীকে আধুনিক অস্ত্র, প্ল্যাটফর্ম তৈরি ও সজ্জিত করার পাশাপাশি যুবকদের জন্য কাজের সুযোগ তৈরিতে ‘আত্মনির্ভরতা’ প্রচার করা ।
রাজনাথ সিং এদিন নিজের এক্স হ্যান্ডেলের পোস্টে লিখেছেন, “প্রতিরক্ষা মন্ত্রককে সর্বোচ্চ ৬,২১,৯৪০.৮৫ কোটি টাকা বরাদ্দ দেওয়ার জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই, যা ২০২৪-২৫ অর্থবছরে কেন্দ্রীয় সরকারের মোট বাজেটের ১২.৯ শতাংশ। ১,৭২,০০০ কোটি টাকার মূলধন ব্যয় সশস্ত্র বাহিনীর সক্ষমতাকে আরও শক্তিশালী করবে ৷ অভ্যন্তরীণ মূলধন সংগ্রহের জন্য ১,০৫,৫১৮.৪৩ কোটি টাকা বরাদ্দ করায় আত্মনিভর্তায় প্রেরণা দেবে। আমি সন্তুষ্ট যে গত বাজেটের তুলনায় সীমান্ত সড়কে বরাদ্দ ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে । বিআরও-তে ৬,৫০০ কোটি টাকার এই বরাদ্দ আমাদের সীমান্ত পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে । প্রতিরক্ষা শিল্পে স্টার্ট আপ ইকোসিস্টেম বাড়াতে স্টার্ট আপ, এমএসএমই এবং উদ্ভাবকদের দ্বারা প্রদত্ত প্রযুক্তিগত সমাধানগুলির জন্য অর্থায়নে আইডিইএক্স স্কিমে ৫১৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷”